S Jaishankar: ‘সীমান্তে শান্তি না ফেরা অবধি চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়’, স্পষ্ট বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 11, 2022 | 8:51 AM

India-China Clash:ভারত ও চিনের মধ্যে বর্তমান সম্পর্ক যে চিনের পক্ষেও খুব একটা ফলদায়ক নয়, তা চিন বুঝতে পারুক , এই আশাই করেন বলে জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

S Jaishankar: সীমান্তে শান্তি না ফেরা অবধি চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়, স্পষ্ট বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Follow Us

নয়া দিল্লি: সীমান্তে সংঘর্ষ থামলেও, পরিস্থিতি যে সম্পূর্ণ স্বাভাবিক, তা বলা যায় না। এই অস্থির পরিস্থিতি নিয়েই ফের একবার চিনকে কড়া বার্তা দিল ভারত (India)। বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) বললেন, সীমান্তে শান্তি না ফেরা অবধি চিনের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। চিনকে এই বিষয়ে বার্তা দেওয়ার ক্ষেত্রেও কোনও ধোঁয়াশা রাখা হয়নি বলেই জানান বিদেশমন্ত্রী।

নয়া দিল্লির একটি সম্মেলন অনুষ্ঠানে বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই তিনি বলেন, “যতক্ষণ অবধি সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে না এবং সীমান্তের অবস্থান বদলের একতরফা প্রচেষ্টা বন্ধ হচ্ছে না, ততক্ষণ অবধি দুই দেশের মধ্য়ে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। বর্তমানেও পরিস্থিতি স্বাভাবিক নয়।”

গালওয়ান সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, “২০২০ সালে যা হয়েছিল, তা একপক্ষের কারণেই হয়েছিল। আর আমরা সকলেই জানি সেটা কে করেছিল। চুক্তি ও বোঝাপড়া ভেঙে বেরিয়ে যাওয়াই হল সমস্যার মূলকেন্দ্র।” বিদেশমন্ত্রী আরও বলেন, “আমরা কি ওই পরিস্থিত থেকে উন্নতি করেছি? কিছু ক্ষেত্রে বলব হ্যাঁ। ওই অ়ঞ্চলে একাধিক সংঘর্ষস্থল ছিল। ওই সংঘর্ষস্থলের খুব কাছে  সেনা মোতায়েন করা ছিল। তবে পারস্পরিক সহাবস্থান ও আলোচনায় সেই সমস্যা কিছুটা মেটানো গিয়েছে। তবে এখনও অনেক ক্ষেত্রে কাজ করা বাকি। আমরা কি করছি, তা মাথায় রেখে আরও এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা জারি রাখা। এই বিষয়টা কঠিন বা জটিল বলে ফেলে রাখলে, তার সমাধান হওয়া সম্ভব নয়।”

ভারত ও চিনের মধ্যে বর্তমান সম্পর্ক যে চিনের পক্ষেও খুব একটা ফলদায়ক নয়, তা চিন বুঝতে পারুক , এই আশাই করেন বলে জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিভিন্ন নীতি নিয়ে নানা কাজ করছি। যদি আপনি নিরপেক্ষ পর্যবেক্ষক হয়ে থাকেন, তবে দুই দেশের সম্পর্ক দেখে কি আপনি বলবেন সবকিছু ঠিক আছে? আমার মনে হয় না।”
Next Article