নয়া দিল্লি: কড়া নিরাপত্তার মাঝেই দিল্লির চার সীমান্তে শুরু হল ট্রাক্টর মিছিল (Tractor March)। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ৩৫০০-রও বেশি ট্রাক্টর ও ট্রলি নিয়ে মিছিল শুরু করেন আন্দোলনকারী কৃষকরা।
কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের বিগত ৪৩ দিন ধরে দিল্লির সিংঘু সীমান্তে আন্দোলন করছেন দেশের কৃষকরা। সপ্তম দফা বৈঠকের আগেই কৃষকরা জানিয়েছিলেন, এই বৈঠক ব্যর্থ হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাটবেন। সূচনা হবে ট্রাক্টর মিছিলের মাধ্যমে। প্রতিশ্রুতি মতোই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধীতা করে আজ সকালে গাজিয়াবাদ থেকে পালওয়াল, হরিয়ানা অবধি মিছিল শুরু করা হয়। মিছিলের নেতৃত্ব দেন ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধান রাকেশ তিকাইত।
আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, আজ কেবল মহড়া দেওয়া হল। আগামী ২৬ জানুয়ারি হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশের বিভিন্ন অংশ থেকে কৃষকরা ট্রাক্টর মিছিল করে রাজধানীতে প্রবেশ করবে।
মিছিলে শান্তি বজায় রাখতে আগে থেকেই মোতায়েন করা হয়েছিল বিশাল সংখ্যক পুলিস। এই বিষয়ে দিল্লি পুলিসের জয়েন্ট কমিশনার শালিনী সিং বলেন, “যাবতীয় পুলিসি ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের ট্রাক্টর মিছিল দিল্লির ভিতরে প্রবেশ করবে না বলেই জানিয়েছেন কৃষকরা। তবে সীমান্তে যানজটের আশঙ্কা থাকায় সিরসা ও বিল আকবরপুর থেকে সোনিপতের দিকে আসা গাড়িগুলি দুপুর দু’টো থেকে বিকেল পাঁচটার মধ্যে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে না।”
#WATCH Tractor rally by farmers at Haryana’s Palwal; farmers protesting at Palwal are heading towards Singhu border pic.twitter.com/pDUFqs0MrW
— ANI (@ANI) January 7, 2021
আরও পড়ুন: বিগ বি-র কন্ঠ শুনতে নারাজ দেশবাসী, কলার টিউন সরানোর আর্জি দিল্লি হাইকোর্টে
অন্যদিকে গতকালই কেন্দ্রীমন্ত্রী কৈলাশ চৌধুরি (Kailash Choudhury) কৃষকদের শান্তিপূর্ণভাবে মিছিল করার আবেদন জানান। তিনি বলেন, “আমি কৃষকদের কাছে আবেদন করছি তাঁরা যেন শান্তিপূর্ণভাবে মিছিল করেন। তাঁদের অধিকার রয়েছে প্রতিবাদ করার কিন্তু কমিউনিস্টদের মতো কিছু মানুষ কৃষকদের উসকাচ্ছে। কৃষকদের এই বিষয়ে সতর্ক হতে হবে। আশা করছি আগামীকালের বৈঠক থেকে কোনও ভাল খবরই পাওয়া যাবে।”
সোমবার সপ্তম দফা বৈঠক ব্যর্থ হওয়ার পর ফের ৮ তারিখ অর্থাৎ আগামীকাল বৈঠকে বসতে চলেছে কেন্দ্র ও কৃষক পক্ষ। কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতেই অনড় থাকলেও কেন্দ্রের তরফে প্রতিটি বৈঠকেই আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। গত বৈঠকের শেষেই এক কৃষক নেতা জানিয়েছিলেন, কেন্দ্রী কৃষিমন্ত্রী তাঁদের বলেছেন কৃষি আইন প্রত্যাহার করা হবে না। তার জবাবে কৃষকরাও জানিয়েছেন আইন প্রত্যাহার না হওয়া অবধি তাঁরা বাড়ি ফিরবেন না।
ট্রাক্টর মিছিল নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেন (Shahnawaz Hussain) বলেন, “আলোচনার মাঝেই কোনও আন্দোলন শুরু করা উচিত নয়। ট্রাক্টর মিছিলের ডাক দেওয়ার আগে কৃষকদের আগামী বৈঠক অবধি অপেক্ষা করা উচিত ছিল। শেষ দুই দফার বৈঠকের ফল ইতিবাচক ছিল। আগামী বৈঠকে সমস্যার সমাধান পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে।” অন্যদিকে কংগ্রেসের তরফে কেন্দ্রকে সরাসরি আক্রমণ না করা হলেও মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা (Randeep Singh Surjewala) মহিলাদের ট্রাক্টর মিছিলের ভিডিয়ো টুইট করে প্রশংসা করেন।
महिला ट्रैक्टर मार्च !
बनी रहे ये ताक़त,
झुकाएँगे किसान की ड्योढ़ी पर अहंकारी सरकार!#TractorMarchDelhi #FarmerProtest pic.twitter.com/5eZR7TPwLL— Randeep Singh Surjewala (@rssurjewala) January 7, 2021
আরও পড়ুন: ‘হিংসার ঘটনায় উদ্বিগ্ন’, নাম না করেই মিত্র ট্রাম্পকে শান্তি বজায় রাখার বার্তা মোদীর