বিগ বি-র কন্ঠ শুনতে নারাজ দেশবাসী, কলার টিউন সরানোর আর্জি দিল্লি হাইকোর্টে

অমিতাভ বচ্চন নিজে করোনা আক্রান্ত হওয়ার পরও জনতা প্রশ্ন তুলেছিল, যিনি নিজেই সতর্ক বার্তা প্রচার করছেন, তিনিই করোনা আক্রান্ত হলেন কীভাবে। এই বিষয়ে নানা মজার মেসেজ ও ছবিও ভাইরাল হয়।

বিগ বি-র কন্ঠ শুনতে নারাজ দেশবাসী, কলার টিউন সরানোর আর্জি দিল্লি হাইকোর্টে
তবে কি আর অমিতাভ বচ্চনের গলায় সতর্কবার্তা শোনা যাবে না?
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 1:36 PM

নয়া দিল্লি: ফোন করলেই শোনা যায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-র কন্ঠস্বর। রাশভারী গলায় তিনি করোনা সংক্রমণ থেকে সতর্ক থাকার উপদেশ দেন। প্রতিদিন এই উপদেশ শুনে তিতিবিরক্ত দেশবাসী। মোবাইলের কলার টিউন থেকে কোভিড সতর্কতা (COVID-19 Awareness) বার্তা সরানোর জন্য জনস্বার্থ মামলার আবেদন জমা পড়ল দিল্লি আদালতে (Delhi Highcourt)।

করোনা সংক্রমণের শুরু থেকেই দেশবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে কলার টিউন (Caller Tune) হিসাবে অভিনেতা অমিতাভ বচ্চনের গলায় সতর্কবার্তা শোনানো হত। সেই কলার টিউনে শোনা যেত অমিতাভ বচ্চন বলছেন, “নমস্কার দেশবাসী। আমাদের দেশ ও গোটা বিশ্ব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরস্থিতিতে আমাদের সতর্ক থাকতে হবে। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে।”

আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর তা নিয়েও একটি কলার টিউন তৈরি করা হয়, যেখানে শোনা যায় তিনি বলছেন যে,”কোভিড-১৯ এখনও শেষ হয়ে যায়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে। যতক্ষণ অবধি ওষুধ পাওয়া যাচ্ছে না, ততক্ষণ কোনওরকম ঢিলেমি চলবে না। করোনা সংক্রমণ থেকে বাঁচতে হলে নিয়মিত হাত ধোবেন এবং মাস্ক পরবেন। সর্বদা দুই গজ দূরত্ব বজায় রাখবেন। জ্বর, সর্দি কাশি বা শ্বাস নিতে সমস্যা হলে হেল্প লাইন নম্বরে যোগাযোগ করুন।”

আরও পড়ুন: ‘হিংসার ঘটনায় উদ্বিগ্ন’, নাম না করেই মিত্র ট্রাম্পকে শান্তি বজায় রাখার বার্তা মোদীর

এই কলার টিউন সরানোর দাবিতেই বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার আবেদন জমা পড়ে। এর আগেও বহুবার এই কলার টিউন নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন দেশবাসী। কীভাবে এই কলার টিউন বন্ধ করা যায়, তা নিয়েও রাতারাতি নানা উপায় বের করে ফেলা হয়।

একইসঙ্গে, অমিতাভ বচ্চন নিজে করোনা আক্রান্ত হওয়ার পরও জনতা প্রশ্ন তুলেছিল, যিনি নিজেই সতর্ক বার্তা প্রচার করছেন, তিনিই করোনা আক্রান্ত হলেন কীভাবে? এই বিষয়ে নানা মজার মেসেজ ও ছবিও ভাইরাল হয়।

দিল্লি আদালত এই আবেদনের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেয়, তার দিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী।

আরও পড়ুন: গরুর দুধে সোনা থেকে গো-হত্যার কারণে ভূমিকম্প! বিচিত্র পাঠ্যসূচি!