ফাঁকা ঘরে ঝাঁপিয়ে পড়েছিল পাড়ার ছেলে, শাস্তি দিতে বৌমার গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিলেন শ্বশুর, গরম লোহার রড ঢুকিয়ে নির্যাতন শাশুড়ির!
Physical Abuse: ফের তাঁকে নগ্ন করে মারধর করা হয়। মহিলার শ্বশুর তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ভরে দেন। তাঁর শাশুড়ি লোহার রড গরম করে এনে গোপনাঙ্গে ঢুকিয়ে দেন। পায়ের থাই ও শরীরের অন্যান্য অংশও পুড়িয়ে দেন। ওই অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে রাখেন।
ভোপাল: অমানবিকতার চরম পর্যায়। যৌন হেনস্থার শিকার এক মহিলাকে চরম নির্যাতনের শিকার হতে হল শ্বশুরবাড়ির লোকজনের হাতে। তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুড়ো দিয়ে দিল শ্বশুর, শাশুড়ি লোহার শিক গরম করে পুড়িয়ে দিল গোপনাঙ্গ ও পা! মহিলার অপরাধ কী? তাঁকে যৌন হেনস্থা করার চেষ্টা করেছিল অপরিচিত এক যুবক।
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের রায়গড়ে। ওই মহিলা শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসার পর পুলিশে অভিযোগ জানান। ধর্ষণ, নির্যাতন সহএকাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কী ঘটেছিল? জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর ওই মহিলা যখন বাড়িতে ছিলেন, তখন পরিচিত এক যুবক এসেছিলেন স্টিম মেশিন চাইতে। পরিচিত হওয়ায় দরজা খুলে মহিলা বলেছিলেন যে দরজার পাশেই মেশিন রাখা আছে, সে যেন নিয়ে নেয়। এদিকে সুযোগ বুঝেই ওই যুবক মহিলাকে হেনস্থা করার চেষ্টা করে। দরজা বন্ধ করে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। সম্মান রক্ষা করতে মহিলা প্রাণপণে চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনে তাঁর ননদ ছুটে আসে। তাঁকে দেখে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
এরপরই ঘটে আসল ঘটনা। ননদ তাঁর মা-বাবা, অর্থাৎ ওই মহিলার শ্বশুর-শাশুড়িকে যৌন হেনস্থার ঘটনা জানায়। পুত্রবধূর পাশে দাঁড়ানোর বদলে তাঁরা ওই মহিলাকেই দোষারোপ করতে থাকে। পোশাক খুলিয়ে, নগ্ন করে মারধর শুরু হয়। এমন বেধড়ক মারধর করে যে ওই মহিলা সংজ্ঞা হারান।
পরের দিনও অত্যাচার চলে। ফের তাঁকে নগ্ন করে মারধর করা হয়। মহিলার শ্বশুর তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ভরে দেন। তাঁর শাশুড়ি লোহার রড গরম করে এনে গোপনাঙ্গে ঢুকিয়ে দেন। পায়ের থাই ও শরীরের অন্যান্য অংশও পুড়িয়ে দেন। ওই অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে রাখেন। স্থানীয় এক বাসিন্দা দেখতে পেয়ে, মহিলার বাপের বাড়িতে খবর দেন।
তৃতীয় দিনে ওই মহিলার স্বামী ও শ্বশুর তাঁকে বাইকে করে নিয়ে পুলিশ স্টেশনের কাছে ফেলে দিয়ে আসে। ওই মহিলা কোনওমতে নিজের বাড়িতে পৌঁছন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পুলিশে অভিযোগ জানান ওই হেনস্থাকারী যুবক, স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।