Ghatal Murder: জল পড়াকে কেন্দ্র করে ঝামেলা, সাতসকালে কাকাকে কুপিয়ে জেলে গেল ভাইপো
Ghatal Murder: এমনই ক্ষোভ ছিল গোটা গ্রামে, যেই পুলিশ অভিযুক্তকে ধরে গাড়িতে তুলতে যায় তখনই একেবারে ফেটে পড়ে উন্মত্ত জনতা। পুলিশের হাত থেকে ছিনিয়ে মারতেও যায় কেউ কেউ। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
ঘাটাল: বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে ঝামেলা। তাতেই একেবারে রক্তারক্তি কাণ্ড। কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। হাড়হিম করা ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রঘুনাথ চকে। অভিযোগ, বচসা চলাকালীন কুড়ুল দিয়ে কাকা সুকুমার দোলুইকে (৫৭) এলোপাথাড়ি কোপাতে থাকে ভাইপো বাপন দোলুই। তাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন সুকুমর।
খবর চাউর হতেই ব্যাপক উত্তেজনা এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত ভাইপো-সহ তাঁর পরিবারের ৬ জনকে আটক করা হয়েছে। কিন্তু, তাঁদের গাড়িতে তুলে থানায় নিয়ে যেতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।
এই খবরটিও পড়ুন
এমনই ক্ষোভ ছিল গোটা গ্রামে, যেই পুলিশ অভিযুক্তকে ধরে গাড়িতে তুলতে যায় তখনই একেবারে ফেটে পড়ে উন্মত্ত জনতা। পুলিশের হাত থেকে ছিনিয়ে মারতেও যায় কেউ কেউ। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এদিকে কান্নায় ভেঙে পড়েছে সুকুমারের পরিবারের লোকজন। সামান্য জল পড়া নিয়ে যে এই কাণ্ড হয়ে যাবে ভাবতেই পারছেন তাঁরা। বাপনের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলেই। এলাকার এক বাসিন্দা বলছেন, “সকালেই সকলের সামনেই তো ওরা কুড়ুল নিয়ে নেমেছিল দেখলাম। বাপন নিজেই মেরেছে। বুকে, কানে শরীরের নানা জায়গায় কুপিয়েছে। পুলিশ এল। পুলিশ এসে দেহ নিয়ে গেল কিছুক্ষণ আগে।”