নয়া দিল্লি : শুক্রবার অর্থ মন্ত্রক জানিয়েছে যে মোট ভেরিফায়েড আয়কর রিটার্নের ২২ শতাংশের প্রক্রিয়াকরণ একই দিনে সম্পন্ন হয়েছে। তাছাড়া গত অর্থ বর্ষের সব আইটি রিটার্নের অ্যাসেসমেন্ট গড় ২৬ দিনে হয়ে গিয়েছে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে ২০২১-২২ অর্থবর্ষে ৫.৭০ কোটি টাকার বেশি আয়কর রিটার্ন (ITRs) হয়েছে। যাচাইকরণের পর ১.২৮ কোটির বেশি বা ২২.৪ এর বেশি শতাংশ রিটার্ন একই দিনে হয়েছে। ১.৪৭ কোটির বেশি আয়কর রিটার্নের রিফান্ড এক সপ্তাহে হয়েছে। ৭২ লাখ হয়েছে ১৫ দিনের মধ্যে এবং এক মাসে হয়েছে ৭০ লাখ আয়কর রিটার্ন।
করদাতারা রিটার্ন ফাইল করার পর তা বেঙ্গালুরুর সেন্ট্রালাইজ়ড প্রসেসিং সেন্টার যাচাই করে। ২০২১-২২ অর্থবর্ষে ২.৪৩ কোটি করদাতাকে ২.২৪ লক্ষ কোটি মূল্যের আয়কর ফেরত দেওয়া হয়েছিল। গত বছর ২.৩৭ কোটি করদাতাকে ২.৫৯ লক্ষ কোটি টাকারও বেশি রিফান্ড করা হয়েছিল। রাজস্ব বিভাগের (রেভিনিউ ডিপার্টমেন্ট) যুগ্ম সচিব ঋত্বিক পাণ্ডে সাংবাদিকদের বলেছেন, “সরকার গত দুই বছর ধরে রিফান্ডের উপর জোর দিচ্ছে। গত বছর অনেক বাকি থাকা রিফান্ড ক্লিয়ার করা হয়েছে। এই বছর আরও রিফান্ড দেওয়া হয়েছে…আগামী বছরগুলিতে আমাদের রিফান্ডের ব্যাকলগ থাকবে না। রিটার্নের দ্রুত প্রক্রিয়াকরণের কারণে এটি ঘটেছে।”
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ব্যবসায়িকদের হাতে টাকা জোগানোর জন্য রিফান্ডে জোর দেওয়া হয়েছে। সেই কারণে রিফান্ডের ব্যাকলগ ক্লিয়ার করা হয়েছে।
আরও পড়ুন : Covid-19 Booster Dose : সব প্রাপ্তবয়স্ককে ‘বুস্টার’ দেওয়া কতটা জরুরি? কী বলছেন বিশেষজ্ঞ?
আরও পড়ুন : Rahul Gandhi slams Mayawati : ‘আপনিই মুখ্যমন্ত্রী হবেন’, রাহুল গান্ধীর প্রস্তাবে কেন রাজি হননি মায়াবতী?
আরও পড়ুন : Covid-19 Vaccine Price : সুখবর, এখন অনেক সস্তা কোভিশিল্ড-কোভ্যাক্সিন, দাম জানলে চমকে যাবেন