Kashi Viswanath Temple: কাশী বিশ্বনাথ মন্দিরে আগুন, গর্ভগৃহের চূড়া থেকে বেরিয়ে এল স্ফুলিঙ্গ

Fire in Kashi Viswanath Temple: মন্দিরের সোনায় মোড়া চূড়ায় থাকা তারের শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। গর্ভগৃহের দক্ষিণ প্রবেশদ্বারের কাছে থাকা ভক্ত ও সেবাইতরাই তা দেখতে পান। এরই মধ্যে মন্দিরের কুলুঙ্গিতেও আগুন ছড়িয়ে পড়ে।

Kashi Viswanath Temple: কাশী বিশ্বনাথ মন্দিরে আগুন, গর্ভগৃহের চূড়া থেকে বেরিয়ে এল স্ফুলিঙ্গ
কাশী বিশ্বনাথ মন্দিরে আগুন।Image Credit source: TV9 ভারতবর্ষ
Follow Us:
| Updated on: Sep 20, 2024 | 8:03 AM

বারাণসী: কাশী বিশ্বনাথ মন্দিরে ভয়ঙ্কর কাণ্ড। মঙ্গলারতির সময় লেগে গেল আগুন। ভক্তরা হঠাৎই দেখতে পান, মন্দিরের চূড়ার এক পাশ থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। তবে পুলিশ ও সেবাইতদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিভিয়ে দেওয়া হয় আলো, বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছিল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টে ৫৫ মিনিট নাগাদ কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে আগুন লাগে। সেই সময়ে মন্দিরে মঙ্গলারতি চলছিল। ভক্তরাই প্রথম আগুনের স্ফুলিঙ্গ লক্ষ্য করেন। আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায়। ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নামে পুলিশ। তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মন্দিরের সোনায় মোড়া চূড়ায় থাকা তারের শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। গর্ভগৃহের দক্ষিণ প্রবেশদ্বারের কাছে থাকা ভক্ত ও সেবাইতরাই তা দেখতে পান। এরই মধ্যে মন্দিরের কুলুঙ্গিতেও আগুন ছড়িয়ে পড়ে।

আরও বিপদ যাতে না বাড়ে, তাই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আগুন নেভার পর মন্দিরের এসডিএম শম্ভু কুমার বলেন, “বহু পুরনো তার রয়েছে। সেই তার দিয়েই গর্ভগৃহে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বৃষ্টির কারণে কোনওভাবে স্পার্কিং ও শর্ট সার্কিট হয়। এতে কিছু সময়ের জন্য দক্ষিণ ফটক থেকে দর্শন ও পূজা-অর্চনা ব্যাহত হয়। তবে কোথাও কোনও ক্ষতি হয়নি।”

এসডিএম জানান, মন্দিরের কিছু অংশে সংস্কার করা হয়েছে। বাকি জায়গাগুলিতেও সংস্কার ও তার বদলানো হচ্ছে।