Sidhu Moosewala: পুলিশের জালে সিধু মুসেওয়ালার হত্যাকারী ‘শার্প শুটার’, বাকি ৭ অভিযুক্তের খোঁজে শুরু চিরুনি তল্লাশি
Sidhu Moosewala: পঞ্জাবী গায়কের উপরে যে আট জন শুটার গুলি চালিয়েছিল, তাদের মধ্যে এক জনকে ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে।
চণ্ডীগঢ়: সিধু মুসেওয়ালা খুনের দ্রুত কিনারা করতে উঠে পড়ে লেগেছে পঞ্জাব পুলিশ। এদিন সকালেই পুলিশের তরফে জানানো হয়, পঞ্জাবী গায়কের উপরে যে আট জন শুটার গুলি চালিয়েছিল, তাদের মধ্যে এক জনকে ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে সিধু মুসেওয়ালা হত্য়াকাণ্ডে মোট নয় জনকে গ্রেফতার করা হল। একদিকে যেখানে সিধু মুসেওয়ালার হত্য়ার পরিকল্পনায় জড়িত গ্যাংস্টারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল, সেখানেই এ দিন অভিযুক্ত আট শার্প শুটারের মধ্যে প্রথম জনকেও গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।
সূত্রের খবর, শুক্রবারই সন্দেহভাজন ওই শুটারকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। জানা গিয়েছে, গত ২৯ মে গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার উপরে যাঁরা গুলি চালিয়েছিল, তাঁদেরই একজন এই অভিযুক্ত। ধৃতের নাম হরকমল রানু। তিনি ভাতিন্দার বাসিন্দা বলেই জানা গিয়েছে। তবে গোল্ডি ব্রার নাকি লরেন্স বিষ্ণোইয়ের অধীনে কাজ করতেন এই শুটার, তা এখনও জানা যায়নি।