India’s COVID-19 Cases: ভাঙল প্রায় তিন মাসের রেকর্ড, একদিনেই আক্রান্ত সাড়ে সাত হাজারের বেশি! বাড়ছে মৃতের সংখ্যাও
India's COVID-19 Cases: দেশে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ২.২৬ শতাংশ। তবে সাপ্তাহিক সংক্রমণের হার এখনও ১.৫০ শতাংশে রয়েছে।
নয়া দিল্লি: ভাঙল প্রায় তিন মাসের দৈনিক সংক্রমণের রেকর্ড। দেশে একদিনেই করোনা আক্রান্ত হলেন সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ। একইসঙ্গে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫৮৪ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের।
বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে চলতি সপ্তাহেই তা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। দৈনিক সংক্রমণ প্রায় ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫৮৪ জন, যা বিগত প্রায় তিন মাসে সর্বোচ্চ সংক্রমণ। এর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩২ লক্ষ ৫ হাজার ১০৬-এ। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের তালিকায় আমেরিকার পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
আক্রান্তের সংখ্যার পাশাপাশি দেশে করোনায় মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৭৪৭-এ। অন্যদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৭৯১ জন। এই নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ২৬ লক্ষ ৪৪ হাজার ৯২-এ। দেশে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ।
দেশে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ২.২৬ শতাংশ। তবে সাপ্তাহিক সংক্রমণের হার এখনও ১.৫০ শতাংশে রয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সক্রিয় রোগীর সংখ্য়াও বৃদ্ধি পেয়েছে। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্য়া ৩৬ হাজার ২৬৭। মোট আক্রান্তের ০.০৮ শতাংশ সক্রিয় রোগী।
রাজ্যভিত্তিক সংক্রমণ-
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মূলত বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধির কারণেই দেশে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রাজ্যভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮১৩ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরল, সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২১৯৩ জন। কর্নাটকে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭১ জন, দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬২২ জন।
পশ্চিমবঙ্গের সংক্রমণ:
রাজ্যেও গতকালের তুলনায় সামান্য বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৫ জন। তবে সংক্রমণে কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, একদিনেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ জন। রাজ্যে বর্তমানে সংক্রমণের হার ১.২৪ শতাংশ। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৪৯১ জন।