Goldy Brar: দেশে ফেরানো হতে পারে সিধু মুসেওয়ালার ‘খুনি’কে, রেড কর্নার নোটিস জারি ইন্টারপোলের

Interpol Notice Against Goldy Brar: পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, সিধু মুসেওয়ালার হত্যার আগেই অন্য দুটি মামলায় কানাডানিবাসী গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আবেদন জানানো হয়েছিল।

Goldy Brar: দেশে ফেরানো হতে পারে সিধু মুসেওয়ালার 'খুনি'কে, রেড কর্নার নোটিস জারি ইন্টারপোলের
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2022 | 10:07 AM

নয়া দিল্লি: পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল দেশ। খুনের দায় স্বীকার করে নিয়েছিলেন কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার। এ বার তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। এরফলে কানাডানিবাসী গ্যাংস্টারকে দেশে ফেরানোর পথ কিছুটা প্রশস্ত হল। পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, সিধু মুসেওয়ালার খুনের ১০ দিন আগেই অন্য দুটি মামলায় গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি জানিয়েছিলেন। যদিও সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, পঞ্জাবী গায়কের হত্য়ার পরদিনই গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি জানিয়েছিল পঞ্জাব পুলিশ।

ইন্টারপোলের রেড কর্নার নোটিসে গোল্ডি ব্রারকে খুনি, অপরাধের চক্রান্তকারী ও বেআইনি অস্ত্র সরবরাহকারী বলে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক চক্রান্তের অভিযোগও দায়ের করা হয়েছে।

পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, সিধু মুসেওয়ালার হত্যার আগেই অন্য দুটি মামলায় কানাডানিবাসী গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আবেদন জানানো হয়েছিল। ২০২০ সালের নভেম্বর মাসে ও ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গোল্ডি ব্রারের বিরুদ্ধে দুটি মামলা পঞ্জাবের ফরিদকোটে দায়ের করা হয়েছিল। সেই সময়েও তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে অভিযোগ দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, ইন্টারপোলের সঙ্গে সমন্বয়কারীর ভূমিকা পালন করে সিবিআই। তাই পঞ্জাব পুলিশকেও সিবিআইয়ের কাছেই আর্জি জানাতে হয়েছিল গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য। পঞ্জাব পুলিশের দাবি, সিধু মুসেওয়ালার হত্যার ১০ দিন আগেই রেড কর্নার নোটিস জারির আবেদন করা হয়েছিল। তবে সিবিআই জানিয়েছে, ২৯ মে সিধু মুসেওয়ালার হত্যার পরেরদিন পঞ্জাব পুলিশ রেড কর্নার নোটিসের আবেদন জানায়।

কে এই গোল্ডি ব্রার?

গোল্ডি ব্রার নামে পরিচিত হলেও, কুখ্যাত এই গ্যাংস্টারের আসল নাম সতিন্দরজিৎ সিং (২৮)। পঞ্জাবের মুক্তসারে জন্মগ্রহণ করে গোল্ডি। ২০১৭ সালে স্টুডেন্ট ভিসায় কানাডায় যায় গোল্ডি। লরেন্স বিষ্ণোই নামক এক গ্যাংস্টারের দলেরই সদস্য গোল্ডি।  সিধু মুসেওয়ালার হত্যার পরেরদিনই গোল্ডি ব্রার ফেসবুক পোস্টে হত্যার দায়স্বীকার করে নেয় গোল্ডি।