সিগনালে আটকে ‘কিশোরী’, আচমকা কী ঘটল ইধিকার সঙ্গে?
Idhika Paul: বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রথম বড় পর্দায় হাজির। তারপর থেকেই সকলের নজরে ইধিকা। টানা দুই সপ্তাহ হাউসফুল চলছে খাদান।
বাংলা জুড়ে এখন কিশোরী ঝড়। খাদান-এর এই গান দর্শক মনে ভাইরাল। সর্বত্র এখন কিশোরীরাজ। আর তাই পর্দার কিশোরী বেজায় খুশি। খাদান ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রথম বড় পর্দায় হাজির। তারপর থেকেই সকলের নজরে ইধিকা। টানা দুই সপ্তাহ হাউসফুল চলছে খাদান। গোটা টিমের সঙ্গে প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করে নিচ্ছেন তিনিও। পর্দার রঞ্জা এখন সকলের স্বপ্নের কিশোরী। বাংলাদেশে ভাইরাল প্রিয়তমার পর এবার ইধিকা কিশোরী গানে পসার জমিয়েছেন। আর তার প্রভাব কতটা এবার হাতেনাতে মিলল তার প্রমাণ।
গাড়িতে বসে ইধিকা। সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাশ থেকে আচমকাই এক শিশুর চিৎকার। কিশোরী-কিশোরী…। দেখে মুহূর্তে তা ক্যামেরা বন্দি করে নায়িকার টিম। আনন্দ ইধিকার চোখে মুখে ধরা দেয়। সে পাল্টা ফ্লাইং কিসে ভরিয়ে দেয় শিশুটিকে। এখানেই শেষ নয়, তিনি আবার গাড়ি ছুটিয়ে যে বাইকে শিশুটি ছিল তার পাশে নিয়ে যান, হাত তুলে ‘বাই’-ও বলেন। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল সেই ভিডিয়ো। ২০২৪ সালে অন্যতম জনপ্রিয় গান হয়ে রয়েছে এই কিশোরী। সব বয়সের দর্শকদের যার রেশ বছর ঘুরেও বর্তমান। নতুন বছরেও খাদান জ্বরে কাবু বাংলা। বক্স অফিসে উপচে পড়ছে আয়।
View this post on Instagram
বহুদিন পর বাংলা ছবির বাজার ছন্দে ফিরেছে। একসঙ্গে মুক্তি পাওয়া চার ছবিই দর্শকদের মন জয় করেছেন। খাদানের পাশাপাশি সন্তানও চলছে রমরমিয়ে। রাজ চক্রবর্তীও বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করে নিচ্ছেন।