বেঙ্গালুরু: জীবনে প্রথমবার বিমানে (Flight) চড়েছেন। বিমান অবতরণ করতেই খপাৎ করে এক যাত্রীকে ধরল বিমানবন্দর পুলিশ। অভিযোগ, মাঝ আকাশে বিমান ওড়ার সময় বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছিলেন ওই যাত্রী। স্বাভাবিকভাবেই বিমানে থাকা ফায়ার অ্যালার্ম (Fire Alarm) বেজে ওঠে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বিমান সেবিকাদের কাছে ধৃত যাত্রীর অকপট স্বীকোরক্তি, তিনি প্রথমবার বিমানে সফর করছেন তিনি। তাই জানতেন না যে বিমানের ভিতরে বিড়ি খাওয়া যায় না। ঘটনাটি ঘটেছে, প্রয়াত ব্যবসায়ী রাকেশ ঝুনঝুনওয়ালার এয়ারলাইন্স সংস্থা ‘আকাশা এয়ারে’র (Akasa Air) বিমানে। বিমানটি বেঙ্গালুরুর (Bengaluru) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতেই ওই যাত্রীকে গ্রেফতার করে বিমানবন্দর পুলিশ।
প্রবীণ কুমার নামক ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি রাজস্থানের মারওয়ার অঞ্চলের বাসিন্দা। তিনি আহমেদাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে, বিমান মাঝ আকাশে পৌঁছতেই ওই যাত্রী বাথরুমে যান। সেখানে গিয়ে তিনি বিড়ি ধরান ও সুখটান দিতে শুরু করেন। এদিকে, বাথরুমের ভিতরে ধোঁয়া হতেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সঙ্গে সঙ্গে বিমান সেবিকারা ছুটে যান। দেখা যায়, ওই ব্যক্তি বিমানের বাথরুমে বিড়ি খাচ্ছেন।
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশা এয়ারের ওই বিমান অবতরণ করতেই এয়ারলাইনের ডিউটি ম্যানেজার বিমানবন্দর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিমানের সহযাত্রীদের জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। পরে ওই ব্যক্তিকে বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। পুলিশি জেরাতেও ওই ব্যক্তি জানান, জীবনে প্রথমবার বিমানে চেপেছিলেন। তাই বিমানে কী কী নিয়ম অনুসরণ করতে হয়, সে বিষয়ে জানতেন না।
ওই ব্যক্তি বলেন, “আমি ট্রেনে নিয়মিত যাতায়াত করি। সেখানে তো বাথরুমে গিয়ে লুকিয়ে ধূমপান করি। ভেবেছিলাম বিমানেও এক কাজ করা যায়, তাই বাথরুমে গিয়ে বিড়ি ধরিয়েছিলাম।”
অন্যদিকে কীভাবে বিমানবন্দরের কড়া নিরাপত্তার মাঝেও ওই ব্যক্তি বিড়ি নিয়ে বিমানে উঠলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।