শ্রীনগর: শুক্রবার (১৬ জুন) জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পাঁচ সন্ত্রাসবাদীর। কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি জানিয়েছেন, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে। তাদের সন্ধানে ওই এলাকা ঘরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই বছর কুপওয়ারা সেক্টর দিয়ে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের এটাই প্রথম চেষ্টা বলে জানিয়েছেন তিনি। এদিন সকালেই পুলিশ জানিয়েছিল, কুপওয়ারা জেলায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছিল যে, “কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখার কাছএ জুমাগুন্ড এলাকায়, কুপওয়ারা পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়েছিল সেনা ও পুলিশের একটি যৌথ বাহিনী। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। পরে আরও বিশদ বিবরণ জানানো হবে।” এর আগে ১৩ জুন, কুপওয়ারা জেলার সীমান্ত এলাকায় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছিল।
#KupwaraEncounterUpdate: Five (05) foreign #terrorists killed in #encounter. Search in the area is going on: ADGP Kashmir@JmuKmrPolice https://t.co/h6aOuTuSj0
— Kashmir Zone Police (@KashmirPolice) June 16, 2023
কুপওয়ারা জেলার ডোবানর মাচাল এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযানে ওই দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। তারাও একইভাবে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তাদের কাছ থেকে দুটি একে ৪৭ স্বয়ংক্রিয় বন্দুক, চারটি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, চারটি হাতবোমা, ১টি ব্যাগ, খাওয়ার সামগ্রী এবং সিগারেটের প্যাকেট পাওয়া গিয়েছিল।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।