Sukanta Majumdar: মাঝ আকাশে বিপত্তি, দিল্লির বদলে জয়পুরে গিয়ে নামল সুকান্তর বিমান
Sukanta Majumdar: পরিবর্তিত পরিস্থিতিতে প্রশিক্ষণ বৈঠকে যোগ দেওয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজে সুকান্ত মজুমদারের যোগ দেওয়া ঘিরে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে।
নয়া দিল্লি : বিমান যাত্রায় বিভ্রাট। দিল্লির বদলে জয়পুর গিয়ে নামল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিমান। দিল্লির আকাশে আবহাওয়া খারাপ থাকার কারণে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারল না সুকান্ত মজুমদারের বিমান। গতিপথ পরিবর্তন করে ওই বিমানটি সোজা নিয়ে যাওয়া হয় জয়পুরে। সেখানেই অবতরণ করে বিমানটি। শনিবার বেলা ১১ টা নাগাদ দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুকান্ত মজুমদার। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার প্রশিক্ষণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রশিক্ষণ বৈঠকে যোগ দেওয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজে সুকান্ত মজুমদারের যোগ দেওয়া ঘিরে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে।
উল্লেখ্য শনিবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দিল্লি-যাত্রী প্রসঙ্গে বলেছিলেন, “লোকসভার জন্য দিল্লি যাচ্ছি। সেই সঙ্গে দুই দিন আগে যেতে হচ্ছে, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন আছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আজ এবং আগামিকাল (শনিবার এবং রবিবার) সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক হবে দিল্লিতে।” প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ওই দিনই আবার রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রক্রিয়া কীভাবে হবে, সেই নিয়ে দলের সাংসদদের জন্য প্রশিক্ষণ বৈঠকের আয়োজন করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। সেই বৈঠকে এদিন যোগ দেওয়ার কথা ছিল বঙ্গ বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারেরও।
সেই মতো কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনাও দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য দিল্লিতে অবতরণ করার অনুমতি পেল না সুকান্ত মজুমদারের বিমান। মাঝ আকাশ থেকেই যাত্রাপথ বদল করে জয়পুর বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটিকে। উল্লেখ্য, প্রশিক্ষণ বৈঠকের পাশাপাশি, উপরাষ্ট্রপতি হিসেবে এনডিএ-র থেকে কাকে প্রার্থী করা হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়েও বৈঠক রয়েছে বিজেপির সংসদীয় বোর্ডের।