Port Blair International Airport: আজ থেকেই বিমান চলাচল শুরু হচ্ছে পোর্ট ব্লেয়ারের নবনির্মিত বিমানন্দরে

Ranjit Dhar | Edited By: Sukla Bhattacharjee

Aug 21, 2023 | 5:10 AM

Port Blair Airport: পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের নয়া টার্মিনালে ২৪টি চেক-ইন কাউন্টার, ১২টি ইমিগ্রেশন কাউন্টার, ৩টি যাত্রী বোডিং ব্রিজ, ৩টি কনভেয়ার বেল্ট রয়েছে। একসঙ্গে ১০টি বিমান পার্কিং করা যাবে সেখানে।

Port Blair International Airport: আজ থেকেই বিমান চলাচল শুরু হচ্ছে পোর্ট ব্লেয়ারের নবনির্মিত বিমানন্দরে
পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের নয়া টার্মিনাল।
Image Credit source: ANI

Follow Us

পোর্ট ব্লেয়ার: দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman Nicobar Islands)। এই দ্বীপরাষ্ট্রকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং বিমানযাত্রীদের সুবিধা দিতে সম্প্রতি পোর্ট প্লেয়ারের নবনির্মিত বিমানবন্দরের (Port Blair International Airport New Terminal) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার নাম দেওয়া হয়েছে, বীর সাভারকার পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। আজ, ২১ অগস্ট, সোমবার থেকেই এই বিমানবন্দরে বিমান চলাচল শুরু হতে চলেছে।

মোট ৪০ হাজার ৮৩৭ বর্গমিটার এলাকাবিশিষ্ট পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালটি একসঙ্গে ১২০০ যাত্রী এবং দৈনন্দিন ১১০০০ যাত্রী ধারণে করতে সক্ষম। আগে দৈনন্দিন সর্বোচ্চ ৪০০০ যাত্রী ধারণ করতে পারত পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ আগের যাত্রী ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি যাত্রী ধারণ করতে সক্ষম নবনির্মিত পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। বার্ষিক প্রায় ৫০ লক্ষ যাত্রী এই বিমানবন্দর থেকে যাতায়াত করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কেবল অতিরিক্ত যাত্রী ধারণ নয়, ঝিনুকের আকারে গঠিত বিমানবন্দরটিতে যাত্রী পরিষেবা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যেমন বিমানবন্দরে ২৪টি চেক-ইন কাউন্টার, ১২টি ইমিগ্রেশন কাউন্টার, ৩টি যাত্রী বোডিং ব্রিজ, ৩টি কনভেয়ার বেল্ট রয়েছে। এছাড়া বিমানবন্দরের অ্যাপ্রনও বিশেষ উন্নতমানের করা হয়েছে। একসঙ্গে ১০টি বিমান পার্কিং করা যাবে সেখানে।

বিমানবন্দরের ভিতরে অত্যাধুনিক বন্দোবস্ত, সুসজ্জিত করার পাশাপাশি যাত্রীদের যাতায়াতের সুবিধার দিকটিও বিশেষভাবে দেখা হচ্ছে। রাতের দিকে বিমানবন্দর চত্বরে যানজট হয়। যানজট এড়িয়ে যাত্রীদের গাড়ি সহজে বিমানবন্দের ঢোকা এবং বেরোনোর জন্য নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। বিমানবন্দরের প্রবেশের গেটটি আইটিএফ গ্রাউন্ড এর দিক থেকে এবং বাইরে বেরোনোর রাস্তার লেমন ট্রি হোটেলের কাছ থেকে করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বীর সভারকার পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের নয়া টার্মিনালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেও ওই বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসামরিক পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রায় ৭০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক বিমানবন্দরটির ভিতর ও বাইরের নকশা চোখে পড়ার মতো।

Next Article