Flight Services: দিল্লি বিমানবন্দরে ১৯ থেকে ২৬ জানুয়ারি উড়ান চলাচলে বিধি-নিষেধ জারি

Sukla Bhattacharjee |

Jan 19, 2024 | 4:10 PM

Delhi Airport: কেন্দ্রের নির্দেশিকা অনুসারে, ১৯ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস পর্যন্ত প্রতিদিন সকালে ২ ঘণ্টা ১৫ মিনিট করে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে। ২৯ জানুয়ারি বিটিং রিট্রিট সেরিমনি হবে। সেদিনও একই নিয়ম বহাল থাকবে অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিট থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত দিল্লি আন্তর্জাতিক বিমাবন্দরে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

Flight Services: দিল্লি বিমানবন্দরে ১৯ থেকে ২৬ জানুয়ারি উড়ান চলাচলে বিধি-নিষেধ জারি
প্রতীকী ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে সকালের দিকে প্রায় আড়াই ঘণ্টা কোনও বিমান ওঠা-নামা করবে না। সকাল ১০টা ২০ মিনিট থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এককথায়, এই সময়ে দিল্লি বিমানবন্দর বন্ধ থাকবে। শনিবার থেকেই এই বিধি নিষেধ কার্যকর হবে এবং চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রক। সাধারণতন্ত্র দিবসের মহড়া ও নিরাপত্তার জন্যই এই বিধি-নিষেধ আরোপ করেছে কেন্দ্র।

কেন্দ্রের নির্দেশিকা অনুসারে, ১৯ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস পর্যন্ত প্রতিদিন সকালে ২ ঘণ্টা ১৫ মিনিট করে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে। ২৯ জানুয়ারি বিটিং রিট্রিট সেরিমনি হবে। সেদিনও একই নিয়ম বহাল থাকবে অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিট থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত দিল্লি আন্তর্জাতিক বিমাবন্দরে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য ২৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দিল্লি বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে দিল্লি বিমানবন্দরে উড়ান চলাচলে বিধি-নিষেধ জারি হলেও সেনা কপ্টার বা মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কপ্টার পরিষবার এই বিধি-নিষেধ কার্যকর নয় বলে কেন্দ্রের নির্দেশিকা উল্লখিত হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর ভারত ৭৭ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করবে। প্রতি বছরের মতো এবারেও দিল্লির রাজপথে বর্ণময় কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। এবছর কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Next Article