নয়া দিল্লি: ৪৫ ঊর্ধ্বদের জন্য কো-উইন (Co Win) বাদেও ‘ওয়াক ইন’ রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছিল কেন্দ্র। তবে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের সেই সুযোগের বাইরে রেখেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য টিকা পাওয়ার একমাত্র উপায় ছিল কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন। তবে এ বার কম বয়সীদেরও ওয়াক ইন রেজিস্ট্রেশনের আওতায় আনল কেন্দ্র।
বিবৃতি দিয়ে কেন্দ্র জানিয়েছে, অনলাইনে রেজিস্ট্রেশন করেও কেউ কেউ টিকা নিতে আসছেন না। ফলস্বরূপ নষ্ট হচ্ছে করোনা টিকা। তাই ‘ওয়াক ইন’ পদ্ধতিকে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রেও অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ‘অন সাইট’ রেজিস্ট্রেশন নির্ভর করবে রাজ্য সরকারের ওপর। স্থানীয় বিষয় বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল।
কেন্দ্র জানিয়েছে সরকারি ও বেসরকারি দুই ধরনের টিকাকরণ কেন্দ্রেই অন সাইট রেজিস্ট্রেশন চালু করতে পারে রাজ্যগুলি। দেশে প্রবল টিকা সঙ্কট। পর্যাপ্ত ভ্যাকসিনের জোগান নেই রাজ্যগুলিতে। একাধিক রাজ্যে থমকে গিয়েছে টিকাকরণ। এই পরিস্থিতিতে একাধিক রাজ্য বিদেশি নির্মাতা সংস্থার দ্বারস্থ হলেও টিকার ব্যবস্থা করতে পারেনি। কেন্দ্র বারবার জানিয়েছে পর্যাপ্ত টিকা জোগাতে যা যা করণীয় সব করছে তারা। কিন্তু চাহিদা মতো মিলছে না টিকা।
আরও পড়ুন: ইচ্ছে থাকলেও উপায় নেই, সরাসরি রাজ্যকে টিকা দিচ্ছে না বিদেশি নির্মাতারা