বেলাগাম করোনাকালে চিন্তা বাড়াচ্ছে মিউকরমাইকোসিস। দেশে ক্রমেই বাড়ছে কৃষ্ণ ছত্রাকে (Mucormycosis)-এ আক্রান্তের সংখ্যা। শুধু দিল্লিতেই এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা পাঁচশো। কোভিডের পাশাপাশি মিউকরমাইকোসিস নিয়েও রীতিমতো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। রাজ্যওয়াড়ি বিচারে সবথেকে খারাপ পরিস্থিতি গুজরাতের। তার পরেই মহারাষ্ট্র। বাংলাতেও থাবা গেড়েছে ব্ল্যাক ফাংগাস (Mucormycosis)। শেষ ৪৮ ঘণ্টায় বঙ্গে এই ছত্রাকে আক্রান্তের সংখ্যা ২০। সন্দেহভাজনের তালিকায় আছেন ৬ জন। ইতিমধ্যেই, কলকাতায় গত শুক্রবার মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মারা যান হরিদেবপুরের শম্পা চৌধুরী। গতকাল অর্থাৎ, রবিবার উত্তরবঙ্গেও এক মহিলার দেহে কৃষ্ণ ছত্রাকের সন্ধান মিলেছে। ফলে করোনাকালে মিউকরমাইকোসিসের মোকাবিলাতেও তৈরি হচ্ছে স্বাস্থ্যদফতর। শনিবার, স্বাস্থ্যভবনের বৈঠকে মিউকরমাইকোসিসের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধেও জোর দেওয়া হয়। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের পাশাপাশি বৈঠকে ছিলেন জনস্বাস্থ্য শাখার আধিকারিকরা। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বিভূতি সাহা, মেডিসিন বিশেষজ্ঞ জ্যোতির্ময় পাল, ক্লিনিক্যাল ফার্মাকোলজি বিশেষজ্ঞ শান্তনু মুন্সি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি প্রীতম রায়।
অন্যদিকে, দেশে ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। একদিনে মৃত্যু হয়েছে চার হাজার চারশো পঁচান্নজনের। তবে কমেছে দৈনিক সংক্রমণ। নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা। বাংলায় কমেছে দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত আঠেরো হাজার চারশো বাইশজন। মৃত্যু একশো ছাপান্নজনের। কলকাতায় নতুন করে আক্রান্ত তিন হাজার ছাপ্পানজন।
দেখে নিন এই সংক্রান্ত সব আপডেট…
কলকাতা: কোনও ভাবেই মৃত্যু মিছিলে লাগাম পরানো যাচ্ছে না বঙ্গে (Bengal)। আবারও একদিনে মৃতের সংখ্যা ১৫০ পার। রবিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৪২২ জন, মৃত্যু হয়েছিল ১৫৬ জনের। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী আক্রান্ত ১৭ হাজার ৮৮৩ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে সুস্থতার পরও অত্যন্ত সাবধানে থাকতে বলা হচ্ছে রোগীদের। কারণ দেশে এখন নতুন আতঙ্কের নাম মিউকরমাইকোসিস।
বিস্তারিত পড়ুন: ধীর গতিতে কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যু আটকে দেড়শোতে, এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি
কলকাতা: ভয়ঙ্কর হয়ে উঠছে মিউকরমাইকোসিস (Mucormycosis)। এ রাজ্যে নিয়মিত বাড়ছে মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা। রবিবার স্বাস্থ্য দফতর জানিয়েছিল, শেষ ৪৮ ঘণ্টায় রাজ্যে ১২ জন মিউকরমাইকোসিস-আক্রান্তের সন্ধান মিলেছে। গত শনিবার হরিদেবপুরের এক কোভিড আক্রান্ত তরুণীর মৃত্যু হয়। তিনি চিকিৎসাধীন ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। তাঁর দেহে যে সমস্ত উপসর্গ ছিল তা দেখে এই হাসপাতালের বিশেষজ্ঞদের যে কমিটি রয়েছে তারা সন্দিহান হয়ে পড়েন। বিশেষজ্ঞরা অনুমান করেন, ওই তরুণী মিউকরমাইকোসিসে আক্রান্ত। এরইমধ্যে রবিবারও শহরে আরও তিন মিউকরমাইকোসিসে আক্রান্তের খোঁজ পাওয়া যায়। এখনও অবধি রাজ্যে প্রায় ২০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। সন্দেহভাজন ৬ জন।
বিস্তারিত পড়ুন: একে করোনায় রক্ষে নেই, দোসর ব্ল্যাক ফাঙ্গাস! কলকাতাতেও বাড়ছে সংক্রমণ
পঞ্জাবেও হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। এখনও অবধি রাজ্যে ১০০-রও বেশি মানুষের দেহে এই সংক্রমণ দেখা গিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধু। রাজ্যে পর্যাপ্ত পরিমাণে ওষুধও পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
Around 100 cases of Black Fungus have been reported so far. There is a problem with its medicine also, it is not available in proper quantity: Punjab Health Minister Balbir Singh Sidhu
— ANI (@ANI) May 24, 2021
দেশে করোনা (COVID 19) টিকার সঙ্কট। পর্যাপ্ত টিকা পাচ্ছে না রাজ্যগুলি। দেশের নির্মাতারা পর্যাপ্ত টিকা জোগান দিতে পারছে না। তাই বিদেশি সংস্থার দ্বারস্থ হয়েছিল একের পর এক রাজ্য। কিন্তু কোনও বিদেশি সংস্থাই সরাসরি রাজ্যের হাতে টিকা দিতে চাইছে না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, নির্মাতারা সাফ জানিয়েছে তারা ভ্যাকসিন দেবে শুধু কেন্দ্রীয় সরকারকে।
বিস্তারিত পড়ুন: ইচ্ছে থাকলেও উপায় নেই, সরাসরি রাজ্যকে টিকা দিচ্ছে না বিদেশি নির্মাতারা
দেশের করোনাযুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিসিসিআই। আজ বোর্ডের তরফে ঘোষণা করা হয়, অক্সিজেন সঙ্কট কাটাতে ১০ লিটারের ২ হাজার অক্সিজেন কনসেনট্রেটর কেন্দ্রের হাতে তুলে দেওয়া হবে।
BCCI announces that it will contribute 10-Litre 2000 Oxygen concentrators to boost India’s efforts in overcoming the #COVID19 pandemic: Board of Control for Cricket in India (BCCI) pic.twitter.com/sD4h4XdfPI
— ANI (@ANI) May 24, 2021
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই চিন্তা বাড়াচ্ছে তৃতীয় ঢেউ। কারণ সংক্রমণের তৃতীয় ঢেউয়ে শিশুদেরই সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এ দিকে, দেশে এখনও অবধি ১৮ উর্ধ্বদেরই টিকাকরণ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে স্বস্তির খবর শোনাল ভারত বায়োটেক। রবিবার সংস্থার তরফে জানানো হল, আগামী জুন মাস থেকেই শিশুদের জন্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে।
বিস্তারিত পড়ুন: ট্রায়াল শুরু জুনে, বছরের তৃতীয় ভাগেই মিলতে পারে শিশুদের জন্য কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক
দেশে ১৮ উর্ধ্বদের টিকাকরণ শুরু হলেও অত্যন্ত ধীরগতিতে চলছে টিকাকরণ। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই সমগ্র দেশবাসীকে টিকা দেওয়া নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat)। রবিবার তিনি বলেন, “দ্রুত করোনা টিকা প্রস্তুত করা হচ্ছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত মানুষ টিকা পাবেন।”
বিস্তারিত পড়ুন: ‘ডিসেম্বরের মধ্যেই করোনা টিকা পাবেন সকলে’, আশ্বাস কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর
লকডাউন চলছে, তারই মাঝে বদ্রীনাথ মন্দিরে হাজির উত্তরাখণ্ডের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের ভারপ্রাপ্ত মন্ত্রী ধন সিং রাওয়াত ও অন্যান্য বিজেপি নেতারা। চার ধাম যাত্রা শুরু হলেও লকডাউনের নিয়ম ভঙ্গ করে বিজেপি নেতাদের মন্দির সফরে আসার বিরোধিতা করলেন স্বয়ং মন্দিরের পুরোহিতরাই।
বিস্তারিত পড়ুন: লকডাউনের মাঝে বদ্রীনাথ মন্দিরে হাজির মন্ত্রী ও বিজেপি নেতারা, ক্ষুব্ধ একাধিক পুরোহিত
করোনা রোগীদের মৃতদেহ সৎকারের দায়িত্ব নিতে চান না অনেকেই। মৃতদের শেষ সম্মানটুকু দিতে তাই নার্সের চাকরি ছাড়লেন ওড়িশার মধুস্মিতা প্রুস্তি। তিনি জানান ২০১৯ সাল অবধি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করলেও ওড়িশায় ফিরে এসে স্বামীর সঙ্গে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মৃতদেহ সৎকারের দায়িত্ব নেন।
Odisha | Madhusmita Prusty quit nursing job at Kolkata's Fortis to help her husband in cremating COVID-infected & unclaimed bodies in Bhubaneswar
"Nursed patients for 9 yrs. Returned here in 2019 to assist my husband in performing abandoned bodies' last rites," she said (23.05) pic.twitter.com/DYHBB0nD6F
— ANI (@ANI) May 23, 2021
করোনার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলে অ্যাখ্যা দেওয়ায় অভিযোগ দায়ের হল মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথের বিরুদ্ধে। বিপর্যয় মোকাবিলা আইন ও ১৮৮ ধারায় ভুল তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের করেছে বিজেপি।
বিস্তারিত পড়ুন: বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট নিয়ে ভুয়ো তথ্য পেশ করায় কমল নাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির
ধীরে ধীরে জম্মুর গ্রামীণ এলাকাগুলিতে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। বিগত ১০ দিনে আখনুর, বিশ্নোহ ও আরএস পুরায় ব্যপকহারে করোনা পরীক্ষা করা হয় বলে জানান জম্মুর ডেপুটি কমিশনার। রাজ্যে প্রতিদিন প্রায় আট হাজার করোনা পরীক্ষা ও কন্টেনমেন্ট জো়নের নিয়ম মেনেই চলা হচ্ছে।
COVID cases are slowly spreading in rural areas. In last 10 days, our sub-divisional task forces of Akhnoor, Bishnah & RS Pura have done massive testing. We're following the containment strategy. We're conducting almost 8,000 tests per day: Deputy Commissioner Jammu pic.twitter.com/JcpYB6q6VG
— ANI (@ANI) May 24, 2021
যে কোনও প্রকারেই হোক, এড়াতে হবে করোনা পরীক্ষা। তাই ট্রেন থেকে নামতেই ছুট লাগালেন প্রায় ৪০০ যাত্রী। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ডিব্রুগড় অবধি বিবেক এক্সপ্রেস একটি স্টেশনে পৌঁছতেই যাত্রীরা পালিয়ে করোনা পরীক্ষা এড়িয়ে যান।বিভিন্ন রাজ্যের মতো অসমেও ট্রেন যাত্রীদের জন্য বাধ্যতামূলক স্ক্রিনিং ও করোনা পরীক্ষার নিয়ম জারি করা হয়েছে। সেই নিয়ম মতোই জাগি রোড স্টেশনে করোনা পরীক্ষার বুথ তৈরি করা হয়। কিন্তু ট্রেন থেকে নেমেই যাত্রীরা পড়িমড়ি ছুট লাগান নমুনা পরীক্ষা এড়ানোর জন্য। পুলিশ ও রেল আধিকারিকরা হাতে গোনা কয়েকজনকেই ধরতে পারেন।
বিস্তারিত পড়ুন: করোনা পরীক্ষায় ‘আতঙ্ক’, ট্রেন থামতেই ছুট লাগালেন ৪০০ পরিযায়ী শ্রমিক!
লকডাউনের মেয়াদ বাড়ল তামিলনাড়ুতে। আগামী ৩১ মে অবধি লকডাউন জারি থাকবে রাজ্যে। খোলা থাকবে কেবল ওষুধের দোকান, দুধ, জল ও সংবাদপত্র সরবরাহ চালু থাকবে। প্রতিটি জেলায় কৃষিবিভাগের তরফে ফল ও সবজি দেওয়া হবে।
Chennai | Week-long lockdown imposed in Tamil Nadu till May 31
Only pharmacies, milk supply, drinking water supply, and newspaper distribution allowed. Vegetables, fruits will be provided by the Department of Horticulture in all districts in collaboration with local bodies pic.twitter.com/IqAOD1tchy
— ANI (@ANI) May 24, 2021