PM Narendra Modi: ‘আমাদের মানতেই হবে…’, পান্নুনের হত্যার ছক নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 20, 2023 | 1:08 PM

PM Modi on Pannun Murder Plot: সম্প্রতিই আমেরিকার তরফে তাদের নাগরিক ও জেনারেল কাউন্সিলকে খুনের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছিল ভারতের বিরুদ্ধে। নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরুপাতওয়ান্ত সিং পান্নুনকে আগেই জঙ্গি ঘোষণা করেছে ভারত।

PM Narendra Modi: আমাদের মানতেই হবে..., পান্নুনের হত্যার ছক নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: মার্কিন মুলুকে নাকি খুন করার ছক কষা হয়েছিল খালিস্তানি জঙ্গি পাতওয়ান্ত সিং পান্নুন(Gurpatwant Singh Pannun)-কে। অভিযোগের তির উঠেছিল ভারতের দিকে। এই প্রথম সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি বলেন, “কোনও প্রমাণ পেলে, তা অবশ্যই খতিয়ে দেখা হবে। তবে কয়েকটি ছোটখাটো ঘটনা ভারত-আমেরিকার সম্পর্ককে নষ্ট করতে পারবে না।”

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “যদি কেউ আমাদের কোনও তথ্য দিতে পারে, তবে আমরা অবশ্যই খতিয়ে দেখব। যদি আমাদের কোনও নাগরিক ভাল বা খারাপ কাজ করেন, তবে আমরা সেই বিষয়ে দৃষ্টিপাত করতে প্রস্তুত। আইন মেনে চলাই আমাদের অঙ্গীকার।”

প্রসঙ্গত, সম্প্রতিই আমেরিকার তরফে তাদের নাগরিক ও জেনারেল কাউন্সিলকে খুনের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছিল ভারতের বিরুদ্ধে। নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরুপাতওয়ান্ত সিং পান্নুনকে আগেই জঙ্গি ঘোষণা করেছে ভারত।

বিদেশের মাটিতে নির্দিষ্ট কিছু উগ্রপন্থী সংগঠনের গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বাকস্বাধীনতার আড়ালে এই সংগঠনগুলি সন্ত্রাসে হুমকি ও উসকানি দিচ্ছে”। ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “আমাদের সম্পর্ককে মজবুত করতে দ্বিপাক্ষিক সমর্থন মিলছে, যা আমাদের স্থিতিশীল সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত। নিরাপত্তা ও সন্ত্রাস দমন আমাদের অংশীদারী সম্পর্কের অন্যতম ভিত্তি। আমার মনে হয় না, কয়েকটা ঘটনাকে আমাদের দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সঙ্গে যোগ করা উচিত নয়।”

তিনি আরও বলেন, “আমাদের এটা মানতেই হবে যে আমরা বহুপাক্ষিকতার যুগে বসবাস করছি। পৃথিবী যেমন সংযুক্ত, তেমনই পরস্পর নির্ভরও। এই বাস্তবতা আমাদের স্বীকার করতে বাধ্য করে যে সকল বিষয়ে নিরঙ্কুশ চুক্তি সহযোগিতার পূর্বশর্ত হতে পারে না।”

Next Article