নয়া দিল্লি: টিউলিপ ফুল বসন্তকাল ছাড়া ফোটে না। তাও আবার এই ফুল ফোটে শুধুমাত্র জম্মু ও কাশ্মীর এবং হিমালয়ের আরও কিছু উচ্চ পার্বত্য অঞ্চলে। কিন্তু, জানুয়ারি মাসে ভরা শীতের মরসুমে, অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় দেখা গেল প্রচুর টিউলিপ ফুল। কীভাবে সম্ভব হল এটা? আসলে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় প্রত্যেকেই নিজের নিজের মতো করে অবদান রাখতে চেয়েছেন। আর রামের জন্য এই অসময়ের টিউলিপ ফুলগুলি ফুটিয়েছেন, পালমপুরের সিএসআইআর-ইন্সটিটিউট অব হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজির বিজ্ঞানীরা। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জীতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, সিএসআইআর-আইএইচবিটি-র বিজ্ঞানীরা বিশেষভাবে এই টিউলিপ ফুলগুলি উৎপাদন করেছেন। তাদের গবেষণার ফলে, এই ফুল এখন সারা বছর ফোটানো সম্ভব হচ্ছে। আর সেই সারা বথর ফোটা বিশেষভাবে তৈরি টিউলিপ ফুলই পাঠানো হয়েছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে।
জীতেন্দ্র সিং জানিয়েছেন, টিউলিপ ফুল সাধারণত নির্দিষ্ট অঞ্চলে শুধুমাত্র বসন্ত ঋতুতেই ফোটে। তবে সম্প্রতি, উন্নত দেশিয় প্রযুক্তিতে ফুলটিকে সারা বছর ফোটানো সম্ভব হয়েছে। এই ফুলের যে ঋতু নির্ভরতা ছিল, তা কাটিয়ে ওঠা গিয়েছে। তিনি বলেন, “এই মরসুমে টিউলিপ ফোটে না। এটা শুধুমাত্র জম্মু ও কাশ্মীর এবং হিমালয়ের আরও কয়েকটি উচ্চ পার্বত্য অঞ্চলে হয়। তাও শুধুমাত্র বসন্তকালে। সম্প্রতি সিএসআইআর-আইএইচবিটি একটি দেশিয় প্রযুক্তি উদ্ভাবন করেছে, যার মাধ্যমে টিউলিপ ফুল সারা বছর ধরে ফুটছে। কবে বসন্তকাল আসবে, তার জন্য অপেক্ষা করতে হচ্ছে না।”
দৈনন্দিন জীবনে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন মন্ত্রী। দেশ জুড়ে ছড়ডিয়ে থাকা সংস্থার গবেষণাগারগুলিকে তিনি আধুনিক ভারতের সৌধ বলে বর্ণনা করেছেন। অ্যারোমা মিশন এবং বেগুনি বিপ্লবে জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটিভ মেডিসিন বা আইআইআইএম-এর ভূমিকারও প্রশংসা করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকেরই উদ্যোগ এই বেগুনি বিপ্লব। অ্যারোমা মিশনের মাধ্যমে দেশিয় সুগন্ধি ফসল-ভিত্তিক কৃষি অর্থনীতির উন্নয়নের লক্ষ্য়েই এই উদ্যোগ চালু করেছে মন্ত্রক। এর পাশাপাশি, লখনউয়ের ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট বা এনবিআরআই ‘নমো ১০৮’ নামে একটি নতুন জাতের পদ্ম ফুল উদ্ভাবন করেছে বলেও জানিয়েছেন জীতেন্দ্র সিং। এই পদ্ম মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফোটে। এই পদ্ম দেখতে যতটা সুন্দর, ততটই পুষ্টিগুণে সমৃদ্ধ বলে জানিয়েছেন মন্ত্রী।