Festival of India: ফেস্টিভাল অব ইন্ডিয়ায় ‘অভিভূত’ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, পুষ্পাঞ্জলি দিলেন সিসোদিয়া

Festival of India: কলকাতার দুর্গাপুজোর আমেজ দিল্লিতে। মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ৯ অক্টোবর শুরু হয়েছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। দুর্গাপুজোর পাশাপাশি প্রতিদিন নানা অনুষ্ঠান হচ্ছে। রয়েছে দেশ-বিদেশের ২৫০-টির বেশি স্টল। দর্শনার্থীরা সেইসব স্টল থেকে নিজেদের পছন্দমতো জিনিস কিনছেন। এই উৎসবে সামিল হতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে বৃহস্পতিবার আসেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। পুজোও দিলেন তিনি।

| Updated on: Oct 11, 2024 | 7:49 PM
৯ অক্টোবর থেকে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। বৃহস্পতিবার এই উৎসবে সামিল হলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

৯ অক্টোবর থেকে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। বৃহস্পতিবার এই উৎসবে সামিল হলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

1 / 5
ঘুরে ঘুরে সবকিছু দেখেন তিনি। ফেস্টিভাল অব ইন্ডিয়ার আয়োজন দেখে অভিভূত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ঘুরে ঘুরে সবকিছু দেখেন তিনি। ফেস্টিভাল অব ইন্ডিয়ার আয়োজন দেখে অভিভূত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

2 / 5
টিভি৯ নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মার সঙ্গে আলাপচারিতায় মণীশ সিসোদিয়া।

টিভি৯ নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মার সঙ্গে আলাপচারিতায় মণীশ সিসোদিয়া।

3 / 5
ফেস্টিভাল অব ইন্ডিয়ায় এসে পুজোও দিলেন মণীশ সিসোদিয়া।

ফেস্টিভাল অব ইন্ডিয়ায় এসে পুজোও দিলেন মণীশ সিসোদিয়া।

4 / 5
এরকম উৎসব আয়োজনের জন্য টিভি৯-কে ধন্যবাদ জানালেন মণীশ সিসোদিয়া। তিনি বলেন, মানুষ উৎসবের সময় বাড়ির জন্য নতুন কিছু কেনেন। ফেস্টিভাল অব ইন্ডিয়ায় দুর্গাপুজো দেখতে এসে মানুষ নতুন কিছু কেনারও সুযোগ পাবেন।

এরকম উৎসব আয়োজনের জন্য টিভি৯-কে ধন্যবাদ জানালেন মণীশ সিসোদিয়া। তিনি বলেন, মানুষ উৎসবের সময় বাড়ির জন্য নতুন কিছু কেনেন। ফেস্টিভাল অব ইন্ডিয়ায় দুর্গাপুজো দেখতে এসে মানুষ নতুন কিছু কেনারও সুযোগ পাবেন।

5 / 5
Follow Us: