Festival of India: ফেস্টিভাল অব ইন্ডিয়ায় ‘অভিভূত’ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, পুষ্পাঞ্জলি দিলেন সিসোদিয়া
Festival of India: কলকাতার দুর্গাপুজোর আমেজ দিল্লিতে। মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ৯ অক্টোবর শুরু হয়েছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। দুর্গাপুজোর পাশাপাশি প্রতিদিন নানা অনুষ্ঠান হচ্ছে। রয়েছে দেশ-বিদেশের ২৫০-টির বেশি স্টল। দর্শনার্থীরা সেইসব স্টল থেকে নিজেদের পছন্দমতো জিনিস কিনছেন। এই উৎসবে সামিল হতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে বৃহস্পতিবার আসেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। পুজোও দিলেন তিনি।
Most Read Stories