Sharmistha Mukherjee slams Rahul Gandhi: ‘প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের পরই…’, প্রণব-কন্যার ‘কেন’-য় বিদ্ধ রাহুল

Jan 08, 2025 | 6:59 PM

Sharmistha Mukherjee slams Rahul Gandhi: লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে আক্রমণ করে শর্মিষ্ঠা বললেন, "দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাহুল গান্ধীকে প্রশ্ন করতে চাই, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে সারা দেশ যখন শোকপালন করছে, তখন নতুন বছর উদযাপন করতে বিদেশে যাওয়া কি প্রয়োজন ছিল?"

Sharmistha Mukherjee slams Rahul Gandhi: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের পরই..., প্রণব-কন্যার কেন-য় বিদ্ধ রাহুল
রাহুল গান্ধীকে আক্রমণ করলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

Follow Us

নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের প্রয়াণের পর শোকসভাও ডাকেনি কংগ্রেস। কয়েকদিন আগে একথা জানিয়ে কংগ্রেসকে তুলোধনা করেছিলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের পরপরই রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর নিয়ে আক্রমণ করলেন শর্মিষ্ঠা।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ কোথায় হবে, তা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে কয়েকদিন আগে সরব হয়েছিল কংগ্রেস। তখন শর্মিষ্ঠা বলেছিলেন, ২০২০ সালের অগস্টে তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর শোকসভা ডাকার প্রয়োজনও অনুভব করেনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

এবার মনমোহন সিংয়ের প্রয়াণের পরপরই রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর নিয়ে সরব হলেন শর্মিষ্ঠা। গত ২৬ ডিসেম্বর দিল্লির এমসে প্রয়াত হন মনমোহন সিং। গত ২৮ ডিসেম্বর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে কেন্দ্র। অভিযোগ, দেশজুড়ে যখন রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, তখন ভিয়েতনাম সফরে যান রাহুল গান্ধী। তা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছিল বিজেপি। পাল্টা কংগ্রেস প্রশ্ন তোলে, কারও ব্যক্তিগত সফর নিয়ে কেন চিন্তিত বিজেপি?

এই খবরটিও পড়ুন

এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে আক্রমণ করে শর্মিষ্ঠা বললেন, “দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাহুল গান্ধীকে প্রশ্ন করতে চাই, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে সারা দেশ যখন শোকপালন করছে, তখন নতুন বছর উদযাপন করতে বিদেশে যাওয়া কি প্রয়োজন ছিল? প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর দলেরই বর্ষীয়ান নেতা ছিলেন।” তাঁর প্রশ্ন, “রাহুল গান্ধী কেন বিদেশে উড়ে গিয়েছিলেন? ওই সময় কেন তাঁকে বিদেশে যেতে হল?”

মনমোহন সিংয়ের ভস্ম সংগ্রহ করে বিসর্জনে কেন কোনও কংগ্রেস নেতাকে দেখা গেল না, সেই প্রশ্নও তোলেন শর্মিষ্ঠা। বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের পাশে দাঁড়ানোর সময় এটা।” প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর কংগ্রেস নেতারা ব্যক্তিগতভাবে তাঁকে সমবেদনা জানিয়েছিলেন। সেকথা উল্লেখ করে শর্মিষ্ঠা বলেন, “বাবার মৃত্যুর পর দলের নেতারা ব্যক্তিগতভাবে সমবেদনা জানিয়েছিলেন। করোনার জন্য সেইসময় কেউ আসতে পারেনি, এটা ঠিক আছে। কিন্তু, এখন করোনা নেই। কোনও বিধিনিষেধ নেই। তারপর ভস্ম সংগ্রহের সময় কেন কোনও কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন না?” কংগ্রেস অবশ্য আগেই জানিয়েছে, ভস্ম বিসর্জন অনুষ্ঠান ব্যক্তিগত স্তরে করতে চেয়েছিল মনমোহনের পরিবার। পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে, কংগ্রেসের কোনও নেতা ভস্ম বিসর্জন অনুষ্ঠানে থাকেননি।

 

Next Article