মোদীর সঙ্গে সাক্ষাৎ ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক পরামর্শদাতার, আলোচনায় জোর দ্বিপাক্ষিক সম্পর্কে

বৈঠকে প্রধানমন্ত্রী ও কূটনৈতিক পরামর্শদাতা ইম্যানুয়েল বনি ছাড়াও উপস্থিত ছিলেন ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত ইম্যানুলেন লেনেইন (Emmanuel Lenain)।

মোদীর সঙ্গে সাক্ষাৎ ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক পরামর্শদাতার, আলোচনায় জোর দ্বিপাক্ষিক সম্পর্কে
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইম্যানুয়েল বনি। ছবি:ANI
Follow Us:
| Updated on: Jan 08, 2021 | 5:57 PM

নয়া দিল্লি: দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দেওয়ার সুফল মিলছে ধীরে ধীরে। ভারত-ফ্রান্সের মধ্যে বার্ষিক কৌশলগত আলোচনায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র সঙ্গেও শুক্রবার দেখা করলেন ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক পরামর্শদাতা ইম্যানুয়েল বনি (Emmanuel Bonne)। কথা বললেন নানা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে, বিশ্বের হালহলিকত নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)-র কূটনৈতিক পরামর্শদাতা ইম্যানুয়েল বনি ভারত সফরে এসেছেন প্যারিস ও নয়া দিল্লির মধ্যে বার্ষিক কৌশলগত আলোচনা করতে। এবিষয়ে বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval)-র সঙ্গেও দেখা করেন তিনি।

আরও পড়ুন: বাইডেনকে স্বীকৃতি, প্রতিষেধকের সুখবর! রেকর্ড অঙ্কে দাঁড়িয়ে শেয়ার বাজার

এরপরই শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ইম্যানুয়েল বনি। এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব (Anurag Srivastava) টুইট করে লেখেন, “দুই দেশের দৃষ্টিভঙ্গির মিলিত ফল হল এই কৌশলগত অংশীদারিত্ব! ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক পরামর্শদাতা ইম্যানুয়েল বনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক ও বিশ্ব রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করেছেন।”

বৈঠকে প্রধানমন্ত্রী ও কূটনৈতিক পরামর্শদাতা ইম্যানুয়েল বনি ছাড়াও উপস্থিত ছিলেন ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত ইম্যানুলেন লেনেইন (Emmanuel Lenain)।

বিগত কয়েক বছর ধরেই দুই দেশের মধ্যে সম্পর্কের সুর ভালই রয়েছে। গতবছরের নভেম্বর মাসেই ফ্রান্স থেকে তিনটি রাফাল বিমান ভারতে আসে। তার আগে জুলাই মাসেও পাঁচটি রাফাল এসেছিল ভারতে। করোনা পরিস্থিতি সামাল দিতেও ফ্রান্স থেকে মাস্ক, পিপিই কিট, ভেন্টিলেটরের মতো প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: উড়ো চিঠিতে ঘুম উড়েছে ওড়িশার পুলিস-প্রশাসনের, মুখ্যমন্ত্রীকে খুনের জন্য সুপারি