Mamata Banerjee: ‘মমতা দিদিকে একবার ফোন করুন না…’, জোটের বৈঠকে সবাই কেন খুঁজছিলেন তৃণমূল সুপ্রিমোকে?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 14, 2024 | 7:07 AM

INDIA Alliance Meeting: সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও, বৈঠকের শুরুতে জোটের প্রতিনিধিত্ব করার জন্য এবং জোটের অন্দরে সমন্বয় তৈরির জন্য একজন প্রতিনিধির দাবি করা হয়। সিপিএমের সাধারণ সম্পাদক তখন নীতীশ কুমারের নাম প্রস্তাব করেন।

Mamata Banerjee: মমতা দিদিকে একবার ফোন করুন না..., জোটের বৈঠকে সবাই কেন খুঁজছিলেন তৃণমূল সুপ্রিমোকে?
মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বিরোধী জোটের বৈঠকে অনুপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরও বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেন তিনিই। ইন্ডিয়া জোটের (INDIA Alliance) মুখ হিসাবে তাঁর নাম না উঠলেও, কাকে বাছাই করা হবে, তা নিয়ে একাধিক নেতাই মমতার পরামর্শ নিতে চান। এমনটাই সূত্রের খবর। ঠিক কী হয়েছিল শনিবারের ইন্ডিয়া জোটের বৈঠকে?

সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও, বৈঠকের শুরুতে জোটের প্রতিনিধিত্ব করার জন্য এবং জোটের অন্দরে সমন্বয় তৈরির জন্য একজন প্রতিনিধির দাবি করা হয়। সিপিএমের সাধারণ সম্পাদক তখন নীতীশ কুমারের নাম প্রস্তাব করেন। আগে থেকেই জল্পনা ছিল জোটের কনভেনার হতে চান বিহারের মুখ্যমন্ত্রী। গত বৈঠকে তাঁর নাম প্রস্তাব না করায় কার্যত ক্ষুব্ধই হয়েছিলেন তিনি। কিন্তু শনিবার, ইন্ডিয়া জোটের পঞ্চম বৈঠকে যখন বিরোধী জোটের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয় নীতীশ কুমারকে, তখন তিনি সেই প্রস্তাব খারিজ করে দেন।

নীতীশ কুমার প্রথমে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের নাম প্রস্তাব করেন। কিন্তু সঙ্গে সঙ্গেই তা নাকচ করে দেন লালু। এরপর রাহুল গান্ধী ফের একবার নীতীশ কুমারকেই জোরাজুরি করেন। অন্যান্য নেতাদের কাছে সমর্থনও চান। সূত্রের খবর, তখনই কয়েকজন নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব নিয়ে আপত্তি থাকতে পারে, তাঁর সঙ্গে একবার কথা বলা উচিত।

কী আপত্তি, তা প্রকাশ না করা হলেও, জানা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও বেশ কয়েকজন কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কথা  বলতে চান জোটের মুখ নিয়ে জট কাটানোর জন্য। শেষ অবধি তৃণমূল সুপ্রিমোকে ফোন করা হয়েছিল কি না, তা জানা যায়নি।

Next Article