নয়া দিল্লি: সকাল থেকেই নেমেছে শুভেচ্ছাবার্তার ঢল। আজ ৭৩ তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। রাষ্ট্রনেতা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্য়মন্ত্রী, নেতা-মন্ত্রীরাও শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি বিরোধী দলের নেতারাও। বিজেপিকে হারাতে যেখানে বিরোধী দলগুলি মিলিত হয়ে ‘ইন্ডিয়া’ (INDIA) জোট তৈরি করেছে। সেই জোট থেকে একসঙ্গে লড়ার বার্তা দিলেও, বিভিন্ন নেতাদের মুখে একেক সময়ে ভিন্ন সুর শোনা গিয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তাঁর ব্যতিক্রম হল না। একদিকে যেখানে প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee), রাহুল গান্ধী (Rahul Gandhi), নীতীশ কুমারের (Nitish Kumar) মতো নেতারা। সেখানেই চুপ থাকলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, সনিয়া গান্ধীর মতো পোড় খাওয়া রাজনীতিবিদরা চুপই রয়েছেন।
এ দিন সকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে শুরু করেন নেতা-মন্ত্রীরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সকলেই জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান।
Warmest birthday greetings to the Hon’ble PM @narendramodi Ji.
— Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2023
বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে জন্মদিনের শুভেচ্ছা জানান। জন্মদিনের শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। তবে সকলেরই শুভেচ্ছাবার্তা এক লাইনের। সকলেই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং দীর্ঘায়ু কামনা করেছেন।
Wishing PM Narendra Modi a happy birthday.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2023
শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। বিরোধ-দূরত্ব ভুলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবালও।
Birthday greetings to Hon’ble PM Shri @narendramodi ji. I pray for your good health and long life.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 17, 2023
এনসিপি প্রধান শরদ পওয়ারও প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে।
Warm Birthday greetings @narendramodi Ji. Wishing you good health, happiness and prosperity.
— Sharad Pawar (@PawarSpeaks) September 17, 2023
তবে এখনও অবধি সনিয়া গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মতো ইন্ডিয়া জোটের অন্যতম মুখ যারা, তাঁরা চুপই রয়েছেন।