শরীর ভাল নেই, স্নায়ুর সমস্যায় ভুগছেন! অন্তর্বর্তী জামিন পেলেন মেহুল চোকসি
PNB Scam: ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকা চুরির অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় মামা-ভাগ্নের।
নয়া দিল্লি: শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন মেহুল চোকসি। চিকিৎসার কারণে তিনি ফিরতে পারবেন অ্যান্টিগাতে। সোমবার এমনই রায় দিয়েছে ডমিনিকা আদালত। তবে বাকি মামলার শুনানি এখনও স্থগিতই রয়েছে। সূত্রের খবর, স্নায়ুর সমস্যায় ভুগছেন পিএনবি দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত মেহুল। সেই চিকিৎসার জন্যই অ্যান্টিগায় ফেরার ছাড়পত্র পেয়েছেন তিনি। সুস্থ হওয়া অবধি জামিনের মেয়াদ থাকবে বলেই নির্দেশ দিয়েছে আদালত। তবে এর পর ফের তাঁকে ফিরে যেতে হবে ডমিনিকাতে।
Dominica Court grants interim bail to fugitive diamantaire Mehul Choksi on medical grounds to travel to Antigua & Barbuda. Bail granted strictly for medical treatment in Antigua. Interim bail granted till he’s certified fit to travel, after that he has to return to Dominica. pic.twitter.com/BCey7gl0ED
— ANI (@ANI) July 12, 2021
গুজরাটের রত্ন ব্যবসায়ী বছর ষাটের মেহুল চোকসির নামে পিএনবি দুর্নীতিকাণ্ডে ভুয়ো গ্যারান্টি দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। একই মামলায় অভিযুক্ত নীরব মোদীও। মাস দেড়েক আগে মেহুল চোকসি অ্যান্টিগুয়া এবং বার্বুডা থেকে কিউবা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় ইন্টারপোলের ‘ইয়েলো নোটিস’ দেখে ডমিনিকা পুলিশ তাঁকে গ্রেফতার করে। ডমিনিকারই আদালতে তাঁর প্রত্যর্পণ মামলা চলছে। আরও পড়ুন: ‘বউ-সন্তানদের ছেড়ে আমির খান এবার তৃতীয় স্ত্রীর খোঁজে, জন বিস্ফারণ তো হবেই!’ বিতর্কিত দাবি বিজেপি সাংসদের
২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকা চুরির অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় মামা-ভাগ্নের। প্রথমজন মেহুল চোকসি, দ্বিতীয়জন নীরব মোদী। এর পরই দেশ ছেড়ে পালান চোকসি। অ্যান্টিগুয়া ও বার্বুডায় আস্তানা বানান।