AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

G 20 Summit: জি ২০ সম্মেলনকে বাঁদরের উৎপাত থেকে বাঁচাতে ‘হনুমানকে’ হাতিয়ার রাজধানীর

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বাঁদরের উৎপাত নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে উদ্যোক্তাদের মধ্যে। বিদেশি অতিথিদের যাতে বাঁদরের উৎপাতে মুখোমুখি না হতে হয় সে জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

G 20 Summit: জি ২০ সম্মেলনকে বাঁদরের উৎপাত থেকে বাঁচাতে 'হনুমানকে' হাতিয়ার রাজধানীর
বাঁদরের উৎপাত রুখতে হনুমানের কাট আউটImage Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 4:35 PM
Share

নয়াদিল্লি: জি ২০ সম্মেলনের রাষ্ট্রনেতাদের বৈঠক নয়াদিল্লি হবে ৯ ও ১০ সেপ্টেম্বর। মার্কিন প্রেসিডেন্ট, ফরাসি প্রেসিডেন্টে মতো রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন এই বৈঠকে। সেই উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে দেশের রাজধানী। কিন্তু রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বাঁদরের উৎপাত নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে উদ্যোক্তাদের মধ্যে। বিদেশি অতিথিদের যাতে বাঁদরের উৎপাতে মুখোমুখি না হতে হয় সে জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাঁদররা সাধারণত হনুমানকে ভয় পায়। হনুমান দেখলে তার থেকে দূরত্ব বজায় রাখে বাঁদররা। এ জন্য দিল্লির বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে হনুমানের কাট আউট। যাতে তা দেখে বাঁদররা পালায়। সর্দার প্যাটেল মার্গ-সহ দিল্লির যে সব এলাকায় বাঁদরের উৎপাত বেশি সেখানে এক ডডনেরও বেশি হনুমানের কাট আউট লাগানো হয়েছে। তবে শুধু কাট আউট নয়। বাঁদর খেদাতে বাঁদর তাডুয়াও মোতায়েন করা হবে। তাঁরা বাঁদরের ডাক নকল করতে পারেন। বাঁদররা কোনও কারণে সামনে চলে এলেও তাঁদের ভয় দেখিয়ে তাড়ানোর দায়িত্ব থাকবে এই বাঁদর তাড়ুয়াদের কাঁধে। এ রকম ৪০ জন বাঁদর তাড়ুয়া মোতায়েন করা হচ্ছে দিল্লিতে।

এ বিষয়ে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন, দিল্লির বন দফতরের সঙ্গে যোগাযোগ রেখে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাঁদররা যাতে বন এলাকার মধ্যে বন্দি থাকে সে দিকেও নজর দেওয়া হচ্ছে। এ জন্য ওই সব এলাকায় বাঁদরদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।