বিহার: বড়সড় দুর্ঘটনা এড়াল রেল। লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। একসঙ্গে ৫৩ টি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় বহু ট্রেন আটকে যায়। বিহারে পূর্ব-মধ্য রেলের ধানবাদ ডিভিশনের গয়া-কোডারমা সেকশনের গুরপা রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ঘটনার পর একটি রেলের ইঞ্জিন বগিগুলিকে টেনে নিয়ে যায়।
#WATCH बिहार: गया-कोडरमा रेलवे लाइन के गुरपा स्टेशन के पास मालगाड़ी के 53 डिब्बे पटरी से उतर जाने के बाद उतरी हुई मालगाड़ी के एक डिब्बे को एक इंजन घसीटता हुआ ले गया। (26.10)
(वीडियो सोर्स: स्थानीय) pic.twitter.com/Y0a0b29yI5
— ANI_HindiNews (@AHindinews) October 26, 2022
বৃহস্পতিবার ভোর ৬ টা ২৪ মিনিটে এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেই ভিডিয়ো। এই ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় ওই লাইনে। হতাহতের কোনও খবর নেই। পূর্ব মধ্য রেলের তরফে টুইটে সেই খবর জানানো হয়েছে।
তবে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেভাবে রেল লাইনের ধারে বগিগুলি উল্টে পড়ে রয়েছে, তাতে স্থানীয় বাসিন্দারা চমকে যাচ্ছেন। কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। লাইন থেকে বগি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা করছেন রেলকর্মীরা।
बुलेटिन संख्या – 04
धनबाद मंडल के गुरपा स्टेशन पर मालगाड़ी के अवपथन के कारण ट्रेनों का मार्ग परिवर्तन एवं आंशिक समापन । pic.twitter.com/Ij0gt6kPa2
— East Central Railway (@ECRlyHJP) October 26, 2022