নয়া দিল্লি: দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছিল তেলঙ্গানার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেল দুটি। এই হস্টেল দুটিতে দূর-দূরান্ত থেকে আসা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের (Osmania University) বহু ছাত্রছাত্রী থাকতেন। হস্টেল দুটি জরাজীর্ণ হওয়ায় দূর-দূরান্ত থেকে আগত ছাত্রছাত্রীরা সমস্যার মুখে পড়েন। কিন্তু, তেলঙ্গানা সরকার এই হস্টেলগুলির পুনর্নির্মাণের বিষয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। হস্টেলগুলি পুনর্নির্মাণের জন্য কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমারকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী তথা সেকেন্দ্রাবাদের সাংসদ জি. কিষাণ রেড্ডি (G. Kishan Reddy)। এবার এই হস্টেল নির্মাণে বিশেষ অনুদান মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের দুটি হস্টেল নির্মাণে ৩০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র।
কেন্দ্রের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা (PM AJAJ)-এর অধীনেই ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের দুটি হস্টেল নির্মাণে ৩০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের PM AJAJ অংশ হিসাবেই এই টাকা মঞ্জুর করা হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকার সাড়ে ৭ কোটি টাকা দিয়েছে। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর জন্য দুটি পৃথক হস্টেলের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে ৫০০ জন করে থাকতে পারবেন।
প্রসঙ্গত, গত মে মাসে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের দুটি হস্টেল নির্মাণের জন্য সহায়তার আবেদন করে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমারকে চিঠি দিয়েছিলেন তেলঙ্গানার সাংসদ জি. কিষাণ রেড্ডি। তাঁর সেই আবেদন যে মন্ত্রী বীরেন্দ্র কুমার গুরুত্ব সহকারে দেখেছেন, তা হস্টেল নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণাতেই স্পষ্ট।