নয়া দিল্লি: অধ্যাপক এম. এস স্বামীনাথন কৃষিক্ষেত্রে যে অবদান রেখে গিয়েছেন তা অনস্বীকার্য। স্বামীনাথনের (Dr. Swaminathan) প্রয়াণে এই ভাষাতেই স্মৃতিচারণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে তাঁকে ‘কৃষি বৈজ্ঞানিক’ বলেন, কিন্তু তিনি ‘কিষাণ বৈজ্ঞানিক’ ছিলেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। মহিলা কৃষিজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নের প্রশ্নে অধ্যাপক স্বামীনাথন বিশেষ গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। দুর্ভিক্ষের পর যেভাবে দেশে কৃষিক্ষেত্রে সমৃদ্ধির সূচনা করেন, সবুজ বিপ্লব ঘটান, তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই অধ্যাপক স্বামীনাথন ‘ভারতীয় সবুজ বিপ্লবের জনক’ হিসাবে চিহ্নিত হন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী।
অধ্যাপক স্বামীনাথনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ছিল বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকে অধ্যাপক স্বামীনাথনের সঙ্গে পরিচয়। তারপর প্রধানমন্ত্রী হওয়ার পরেও তাঁর সঙ্গে যোগাযোগ ছিল। ২০১৭-য় দুটি খণ্ডে তাঁর লেখা নিয়ে একটি বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করেন বলে জানান।
প্রধানমন্ত্রী মোদী জানান, ড. স্বামীনাথন কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটানোর পাশাপাশি উৎসাহদানের ক্ষেত্রেও ছিলেন ক্লান্তিহীন। ১৯৮৭ সালে বিশ্ব খাদ্য পুরস্কারের প্রথম প্রাপক হিসাবে পাওয়া অর্থ তিনি একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান তৈরির কাজে লাগিয়েছেন। এছাড়া বহু উল্লেখযোগ্য গবেষণা প্রতিষ্ঠানের পিছনে স্বামীনাথনের অবদান রয়েছে।
ড. স্বামীনাথনের প্রতি শ্রদ্ধা জানাতে তামিল সাহিত্য ‘কুরাল’-এর এক উদ্ধৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। ‘কুরাল’-এ লেখা রয়েছে, “যাঁরা পরিকল্পনা করেন, তাঁরা যদি স্থিত প্রজ্ঞ হন, তবে তাঁরা কাঙ্ক্ষিত উপায়ে কাঙ্ক্ষিত ফল লাভ করবেন।” কৃষকদের কল্যাণে ও কৃষিক্ষেত্রের উন্নয়নে অধ্যাপক স্বামীনাথন যে দিশা দেখিয়েছেন, তা আলোকবর্তিকা হয়ে থাকবে এবং তাঁর সেই নীতিতে আমাদের দায়বদ্ধ থাকতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।