Narendra Modi in Gujarat: ৪ ঘণ্টা ধরে আহমেদাবাদে নমোর বিশাল রোডশো, উচ্ছ্বসিত গুজরাট, দেখুন ছবিতে ছবিতে

Narendra Modi in Gujarat:

| Edited By: | Updated on: Dec 02, 2022 | 9:53 PM
বৃহস্পতিবার, গুজরাটে প্রথম দফার ভোটের দিনই আহমেদাবাদে মেগা রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার, গুজরাটে প্রথম দফার ভোটের দিনই আহমেদাবাদে মেগা রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1 / 12
৫০ কিলোমিটার দীর্ঘ এই রোডশোই কোনও রাজনৈতিক নেতার নেতৃত্বে আয়োজিত দীর্ঘতম র‌্যালি বলে দাবি করছে বিজেপি।

৫০ কিলোমিটার দীর্ঘ এই রোডশোই কোনও রাজনৈতিক নেতার নেতৃত্বে আয়োজিত দীর্ঘতম র‌্যালি বলে দাবি করছে বিজেপি।

2 / 12
প্রধানমন্ত্রীর এই রোড শো ঘিরে আহমেদাবাদে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো।

প্রধানমন্ত্রীর এই রোড শো ঘিরে আহমেদাবাদে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো।

3 / 12
বহু জায়গায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের উপর পুষ্প বৃষ্টি করা হয়।

বহু জায়গায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের উপর পুষ্প বৃষ্টি করা হয়।

4 / 12
ভিড় সামলাতে হিমশিম খতে হয়েছে পুলিশকে।

ভিড় সামলাতে হিমশিম খতে হয়েছে পুলিশকে।

5 / 12
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও নরেন্দীদ্র্ঘর মোদীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুই ধারে অপেক্ষা করছিলেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও নরেন্দীদ্র্ঘর মোদীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুই ধারে অপেক্ষা করছিলেন।

6 / 12
নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন মহিলারাও।

নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন মহিলারাও।

7 / 12
শিশুদের উৎসাহও ছিল দেখার মতো।

শিশুদের উৎসাহও ছিল দেখার মতো।

8 / 12
প্রধানমন্ত্রী মোদীর এই রোডশো বিকেলে শুরু হয় নারোদা গাম থেকে। উল্লেখ্য, ২০০২ সালে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার পর গোধরায় যে হিংসা ছড়িয়েছিল, সেই  গুজরাট দাঙ্গার মূল কেন্দ্র বলা হয় এই স্থানকেই।

প্রধানমন্ত্রী মোদীর এই রোডশো বিকেলে শুরু হয় নারোদা গাম থেকে। উল্লেখ্য, ২০০২ সালে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার পর গোধরায় যে হিংসা ছড়িয়েছিল, সেই গুজরাট দাঙ্গার মূল কেন্দ্র বলা হয় এই স্থানকেই।

9 / 12
রোডশো-এর মধ্যে ভদ্রকালী মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদী।

রোডশো-এর মধ্যে ভদ্রকালী মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদী।

10 / 12
এই বিশাল রোডশোর মাঝেই প্রধানমন্ত্রী দীনদয়াল উপাধ্যায়, সর্দার বল্লভভাই পটেল ও নেতাজি সুভাষ চন্দ্র বসুকেও পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান।

এই বিশাল রোডশোর মাঝেই প্রধানমন্ত্রী দীনদয়াল উপাধ্যায়, সর্দার বল্লভভাই পটেল ও নেতাজি সুভাষ চন্দ্র বসুকেও পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান।

11 / 12
থাক্কারবাপানগর, বাপুনগর, নিকোল, আমরাইওয়াদি, মানিনগর, দানিলিমব্দা, জামালপুর খাদিয়া, এলিশব্রিজ, ভেজালপুর, ঘাটলোদিয়া, নারানপুর ও সবরমতীর উপর দিয়ে ঘুরে গুজরাটের গান্ধীনগরে শেষ হয় এই রোডশো।

থাক্কারবাপানগর, বাপুনগর, নিকোল, আমরাইওয়াদি, মানিনগর, দানিলিমব্দা, জামালপুর খাদিয়া, এলিশব্রিজ, ভেজালপুর, ঘাটলোদিয়া, নারানপুর ও সবরমতীর উপর দিয়ে ঘুরে গুজরাটের গান্ধীনগরে শেষ হয় এই রোডশো।

12 / 12
Follow Us: