Hardik Patel on Congress: ‘এখন যদি সবাই কংগ্রেস ছেড়ে দেয়…’, হার্দিক কি এবার বিজেপি মুখী? ভোটের আগে জল্পনা
Gujarat Assembly election: মুখে কংগ্রেস নেতৃত্বে পাশে থাকা বার্তা দিলেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খোঁচা দিতে ছাড়েননি এই পাতিদার নেতা। "রাহুল গান্ধী বলেন যাঁরা কংগ্রেস ছাড়তে চান, তারা কংগ্রেস ছেড়ে দিতে পারেন।
গাঁধীনগর: একদিকে কংগ্রেস যখন প্রশান্ত কিশোরকে (Prashant Kishore) দলে নেওয়ার জন্য আলোচনা চালাচ্ছে, তখন আবারও এক ভোটমুখী রাজ্যে সমস্যার মুখোমুখি কংগ্রেস। গুজরাটের (Gujarat) পাতিদার আন্দোলন থেকে উঠে আসা নেতা তথা রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি হার্দিক প্যাটেল (Hardik Patel) সাম্প্রতিক মন্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে। চলতি বছরের শেষে গুজরাটে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই কংগ্রেস নেতার এহেন মন্তব্যে স্বভাবতই চাপে কংগ্রেস। এক ইংরেজি সংবাদপত্র দেওয়া সাক্ষাৎকারে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন হার্দিক। সরাসরি গুজরাটের কংগ্রেস নেতৃত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন এই পাতিদার নেতা। তবে পাশাপাশি তিনি যে কংগ্রেস হাইকম্যান্ডের পাশে রয়েছেন সেই কথাও জানিয়েছেন এই হার্দিক। তিনি বলেন, “আমরা ক্ষোভ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই। আমি যদি রাজ্য কংগ্রেসের কার্যকরী সাধারণ সম্পাদক হই তবে, রাজ্য নেতৃত্বের উচিৎ ছিল আমাকে কিছু দায়িত্ব দেওয়া… বর্তমানে আমি কংগ্রেসে রয়েছি। আশা করি আমি যাতে কংগ্রেসে থাকি, কেন্দ্রীয় নেতৃত্ব সেই রাস্তা খুঁজে বের করবেন। দল মামলা লড়ার জন্য আমাকে উকিল দিয়েও সাহায্য করেনি।” তবে মুখে তিনি যাই বলুন, হার্দিকের মন্তব্য নিয়ে বিতর্ক থামার নাম নেই।
I am in Congress currently. I hope the central leaders find a way so that I continue to remain in the Congress. There are others who want Hardik to leave the Congress. They want to break my morale. @NewIndianXpress pic.twitter.com/zW1oHf5m52
— Hardik Patel (@HardikPatel_) April 26, 2022
মুখে কংগ্রেস নেতৃত্বে পাশে থাকা বার্তা দিলেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খোঁচা দিতে ছাড়েননি এই পাতিদার নেতা। “রাহুল গান্ধী বলেন যাঁরা কংগ্রেস ছাড়তে চান, তারা কংগ্রেস ছেড়ে দিতে পারেন। কিন্তু রাজ্য নেতৃত্ব রাহুলের মতো কথা বলতে পারে না। আপনারা জগদীশ ঠাকুর ও রঘু শর্মার ভাষা শুনেছেন। এখন যদি সবাই কংগ্রেস ছেড়ে দেয় তবে কী হবে?” দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হার্দিক। বেশ কয়েকদিন ধরে হার্দিকের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে দাবি করে বিজেপির প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর গলায়। হার্দিক বলেছিলেন ‘বিজেপির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে।’
বিজেপি যোগ নিয়ে জল্পনা শুরু হলেও মুখ তিনি সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, “মানুষ অনেক কিছু নিয়েই কথা বলে। জো বাইডেন যখন মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন আমি তাঁর প্রশংসা করেছিলাম কারণ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। তাঁর মানে কি আমি বাইডেনের দলে যোগ দেব বলে এই কথা বলেছি? রাজনীতিতে শত্রুর কথাও মনে রাখা উচিৎ।” গুজরাট ভোটের আগে হার্দিক বিজেপিতে যোগ দিলে তা কংগ্রেসের জন্য নিঃসন্দেহে অস্বস্তির হবে। তিনি এমন কোনও সিদ্ধান্ত নেন কি না, সেদিকেই নজর থাকবে সকলের।