Covid: করোনা মোকাবিলায় তৎপর কেন্দ্র, ফের বিমানযাত্রীদের জন্য জারি হতে চলেছে বিশেষ নির্দেশিকা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 23, 2022 | 12:00 AM

আন্তর্জাতিক বিমানে আগত কোনও যাত্রীর কারোর মধ্যে কোভিড উপসর্গ দেখা দিলে বিমানবন্দরেই তাঁর র্যানডম কোভিড টেস্ট করা হবে।

Covid: করোনা মোকাবিলায় তৎপর কেন্দ্র, ফের বিমানযাত্রীদের জন্য জারি হতে চলেছে বিশেষ নির্দেশিকা
দিল্লি বিমানবন্দর।

Follow Us

নয়া দিল্লি: চিনে ফের আছড়ে পড়েছে করোনা ঢেউ। ভারতেও করোনার নয়া প্রজাতির হদিশ মিলেছে। ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা নিতে শুরু করেছে নয়া দিল্লি। দূরত্ববিধি মেনে চলা, মাস্ক পরা সহ নতুন কোভিড বিধি লাগু করার পাশাপাশি বিমানবন্দরেও একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মূলত আন্তর্জাতিক বিমান যাত্রীদের উপরই কোভিড বিধি জারি করা হচ্ছে। বিমানবন্দরে আগত প্রত্যেক যাত্রীর সঙ্গে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র থাকতে হবে। এছাড়া আগের মতোই করোনা বিধি মেনে বিমানবন্দরে দূরত্ববিধি মেনে চলা, সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। কোনও যাত্রীর মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেট করা হবে।

আন্তর্জাতিক বিমানে আগত যাত্রীদের ক্ষেত্রেও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। প্রত্যেক যাত্রীকে দূরত্ববিধি মেনে চলতে হবে এবং সকলের মাস্ক পরা বাধ্যতামূলক। আন্তর্জাতিক বিমান নামার সঙ্গে সঙ্গে প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিং টেস্ট করা হবে। কোনও যাত্রীর মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে কোভিড প্রোটোকল মেনে তাঁর বিশেষ চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হবে। এছাড়া আন্তর্জাতিক বিমানে আগত কোনও যাত্রীর কারোর মধ্যে কোভিড উপসর্গ দেখা দিলে বিমানবন্দরেই তাঁর র্যানডম কোভিড টেস্ট করা হবে। কোনও যাত্রীর র্যানডম টেস্টের রিপোর্ট পজিটিভ এলে তাঁকে আলাদা রাখার ব্যবস্থা করা হবে এবং তাঁর নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠাতে হবে।

আন্তর্জাতিক বিমানযাত্রীদের অধিকাংশের র্যানডম টেস্ট করার নির্দেশিকা জারি হলেও ১২ বছর বয়সের নীচে শিশুদের এই টেস্টের বাইরে রাখা হচ্ছে। তবে সকলের মাস্ক পরা আবশ্যক বলে নির্দেশিকায় জানানো হয়েছে। আগামী ২৪ শে ডিসেম্বর থেকে এই নির্দেশিকা লাগু হবে এবং পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নির্দেশাবলী জারি থাকবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

Next Article