জম্মু: স্বাধীনতা দিবসের আগেই বড় নাশকতার ছক বানচাল করল যৌথ বাহিনী। একদিকে জম্মু-কাশ্মীর(Jammu Kashmir)-র কিশ্তোর থেকে গ্রেফতার করা হয় এক হিজবুল মুজাহিদ্দিন (Hizbul Mujahideen) জঙ্গিকে। অন্যদিকে, ডোডা জেলা থেকেও একটি জঙ্গলে গোপন ডেরায় হানা দিয়ে বিশাল সংখ্যক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবারই গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে পুলিশ(J&K Police), সেনাবাহিনী (Army) ও সিআরপিএফ (CRPF) কিশ্তোর জেলার কুলনা জঙ্গল থেকে হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত জঙ্গির নাম মুজ়ামিল শাহ। কয়েকদিন আগেই সে হিজবুল জঙ্গিগোষ্ঠীতে যোগ দিয়েছিল। পুলিশ তার কাছ থেকে একটি গ্রেনেড, একটি ম্য়াগাজিন ও একে-৪৭ রাইফেলের (AK-47 Rifle) ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ইতিমধ্যেই দাচান পুলিশ স্টেশনে ওই জঙ্গির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গোটা বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, শুক্রবারই জম্মু-কাশ্মীর পুলিশ ডোডা জেলায় তল্লাশি অভিযান চালায়। সেখানে তান্তা জঙ্গলে জঙ্গিদের একটি গোপন ডেরার হদিস মেলে। মাটির নীচে সুড়ঙ্গ থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। পুলিশি বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর মিলতেই শুক্রবার ভোর থেকে তান্তা জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুণী তল্লাশি শুরু হয়েছিল। পুলিশের সঙ্গে ছিল স্পেশাল অপারেশন গ্রুপও। ডোডার এসএসপি আব্দুল কায়ুম জানান, তান্তা জঙ্গলে মাটির নীচে একটি জঙ্গি ডেরার খোঁজ মিলেছে। সেখানে প্রচুর পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক ছিল। পাশাপাশি বেশ কিছু গোপন নথিও উদ্ধার করা হয়েছে।
সম্প্রতিই গোয়েন্দা বাহিনী মারফত জানা গিয়েছিল, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) স্বাধীনতা দিবসের আগে বা স্বাধীনতা দিবসের দিনই জম্মু-কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা করেছে। নিরাপত্তা বাহিনীর উপরও হামলা চালানোর পরিকল্পনা রয়েছে সন্ত্রাসবাদীদের। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, আল বাদরে ও চেলাবান্দির মতো বিভিন্ন জঙ্গি সংগঠন বৈঠক করেছে। কোন কোন পথে ভারতে ঢুকে হামলা চালানো যায়, তারও ছক কষা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীরা একটি কন্ট্রোল রুমও তৈরি করেছে। স্বাধীনতা দিবসে জম্মুর একাধিক মন্দিরেও হামলার ছক রয়েছে জঙ্গিদের।
উল্লেখ্য, সম্প্রতিই তিনবার জঙ্গি হানার ছক বানচাল করা হয়েছে। বিগত কয়েক বছর ধরেই ড্রোনের মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক পাঠানো হচ্ছে সীমান্তের ও পার থেকে। এ বারও ড্রোনের মাধ্যমেই আইইডি পাঠানো ও হামলা চালানোর পরিকল্পনা ছিল। আরও পড়ুন: ২ নয়, ঠাকরে রাজ্যে ডেল্টা প্লাসের বলি ৫ জন, আক্রান্ত ৬৬ জনের অনেকেই নিয়েছিলেন টিকাও!