২ নয়, ঠাকরে রাজ্যে ডেল্টা প্লাসের বলি ৫ জন, আক্রান্ত ৬৬ জনের অনেকেই নিয়েছিলেন টিকাও!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 14, 2021 | 9:07 AM

ডেল্টা প্লাস ভ্য়ারিয়েন্টের জেরে মহারাষ্ট্রে যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্য়ে দুইজন রত্নগিরি জেলার বাসিন্দা, রায়গঢ়, বিড ও মুম্বইয়ের একজন করে বাসিন্দাও রয়েছেন এই তালিকায়। আক্রান্ত ৬৬ জনের মধ্যে ১৩ জনই জলগাঁওয়ের বাসিন্দা।

২ নয়, ঠাকরে রাজ্যে ডেল্টা প্লাসের বলি ৫ জন, আক্রান্ত ৬৬ জনের অনেকেই নিয়েছিলেন টিকাও!
ফাইল চিত্র

Follow Us

মুম্বই: বাণিজ্যনগরীতে বাড়ছে ডেল্টা প্লাসের আতঙ্ক। ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু হয়েছে ‘অতি সংক্রামক’ ভ্যারিয়েন্টের প্রভাবে। ৬৬ জনের নমুনাতেও মিলেছে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি। এদের মধ্য়ে অনেকেই আবার করোনার দুটি টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর।

বৃহস্পতিবার ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর মিলতেই আতঙ্ক ছড়ায়। শুক্রবার এই বিষয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, রাজ্যে এখনও অবধি ৬৬ জন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন ১৮ বছরের কম বয়সীও।

সম্প্রতিই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। বুধবারই সেই নমুনাগুলি রিপোর্ট আসে। দেখা যায় মোট সাতজনের নমুনায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিস মিলেছে। ২১ জুলাই ডেল্টা প্লাসে আক্রান্ত হওয়া এক ৬৩ বছরের বৃ্দ্ধার মৃত্যু হয়। এটিই মুম্বইয়ে প্রথম ডেল্টা প্লাসে মৃত্য়ুর ঘটনা। তাঁর সংস্পর্শে আসা দুইজনও একই ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

বিএমসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত ২৭ জুলাই মুম্বইয়ের ঘাটকোপারের বাসিন্দা ওই বৃদ্ধার মৃত্যু হয়। ১১ অগস্ট জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসার পরই জানা যায় যে তিনি ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছিলেন। ওই বৃদ্ধা কোভিশিল্ডের দুটি ডোজ়ই নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানানো হয়েছে, থানের বাসিন্দা ৫০ বছরের এক মহিলাও গত ২২ জুলাই করোনা আক্রান্ত হন। শুক্রবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসায় জানা যায়, তিনি ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন। তবে ওই মহিলার উপসর্গ মৃদু।

ডেল্টা প্লাস ভ্য়ারিয়েন্টের জেরে মহারাষ্ট্রে যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্য়ে দুইজন রত্নগিরি জেলার বাসিন্দা, রায়গঢ়, বিড ও মুম্বইয়ের একজন করে বাসিন্দাও রয়েছেন এই তালিকায়। আক্রান্ত ৬৬ জনের মধ্যে ১৩ জনই জলগাঁওয়ের বাসিন্দা। এছাড়াও রত্নগিরির ১২ জন ও মুম্বইয়ের ১১ জন বাসিন্দা রয়েছেন। থানে ও পুণে থেকে ৬ জন করে বাসিন্দা ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন। পালঘর জেলা থেকে তিনজন, নন্দেদ ও গোন্দিয়া থেকে ২ জন এবং চন্দ্রপুর, আকোলা, সাঙ্গলি, ঔরঙ্গাবাদ, কোলাপুর ও বিড থেকে ১ জন করে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য যে নমুনাগুলি পাঠানো হয়েছিল, তার মধ্যে ৮০ শতাংশ নমুনাতেই ডেল্টা প্লাস ভ্য়ারিয়েন্টের খোঁজ মিলেছে।  ৬৬ জন আক্রান্তের মধ্যে ৩৩ জনই ১৯ থেকে ৪৫ বছর বয়সসীমার, ১৮ জন ৪৬ থেকে ৬০ বছর বয়সী এবং ৮ জন ৬০ উর্ধ্ব ব্যক্তি রয়েছেন। ১৮ বছরের কম বয়সী ৭ জনও রয়েছে। মোট আক্রান্তের মধ্যে আবার ৩৪জনই মহিলা।

ডেল্টা প্লাসে আক্রান্ত ৬৬ জনের মধ্যে ১০ জন করোনার দুটি ডোজ়ই নিয়েছেন। ৮ জন করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছেন। মোট যে ১৮ জন করোনা টিকা নিয়েছিলেন, তাদের মধ্যে ২ জন কোভ্যাক্সিন ও ১৬ জন কোভিশিল্ড নিয়েছিলেন।  আরও পড়ুন: করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেরল যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, নজরে উত্তর পূর্ব ভারতও

 

Next Article