করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেরল যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, নজরে উত্তর পূর্ব ভারতও

সূত্র অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রী কেরল যাচ্ছেন আগামী ১৬ অগস্ট। সেখানে তিনি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে তিনি দেখা করবেন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ ও অন্যান্য় আধিকারিকদের সঙ্গেও রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করবেন।

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেরল যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, নজরে উত্তর পূর্ব ভারতও
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 7:49 AM

নয়া দিল্লি: করোনা মোকাবিলায় এ বার ময়দানে নামছেন নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। দেশের যে রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, সেখানে সরোজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন তিনি। জানা গিয়েছে, আগামী ১৬ অগস্ট তিনি কেরল (Kerala) যাচ্ছেন। এরপর তিনি অসম(Assam)-এও যেতে পারেন।

বিগত প্রায় এক মাস ধরেই কেরলের পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিদিনই প্রায় ২০ হাজার আক্রান্তের খোঁজ মিলছে সেখানে। করোনা টিকা নেওয়ার পরও কেরলের প্রায় ৪০ হাজার বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, সেখানে করোনার নতুন কোনও স্ট্রেনের দাপটেই এই সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে কয়েক সপ্তাহ আগেই কেন্দ্রীয় দল পাঠানো হয়। তারাও এসে রিপোর্ট জমা দেন।

সূত্র অনুযায়ী, এ বার স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীই কেরল যাচ্ছেন। আগামী ১৬ অগস্ট তিনি কেরলে যাবেন। সেখানে তিনি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে তিনি দেখা করবেন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ ও অন্যান্য় আধিকারিকদের সঙ্গেও রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করবেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যাবেন ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোলের ডিরেক্টর ও স্বাস্থ্যমন্ত্রকের অন্যান্য আধিকারিকরা।

অন্যদিকে, উত্তর পূর্ব ভারতেও অনিয়ন্ত্রিত করোনা পরিস্থিতি। একাধিকবার কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে এই রাজ্য়গুলিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উত্তর পূর্ব ভারতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছিলেন। কেরল সফরের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য সরাসরি অসমে যেতে পারেন। সেখানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মন্ত্রী ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন তিনি।

শুক্রবার কেরলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৫২ জন। একদিনেই মৃত্যু হয়েছে ১১৪ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ৬২ হাজার ৯০-এ এবং মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৩৯৪-এ পৌঁছেছে।  অন্যদিকে, অসমেও নতুন করে ৭৬৩ জন করোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭৮ হাজার ৭৩৩-এ পৌঁছেছে। একদিনেই মৃত্যু হয়েুছে ২০ জনের। আরও পড়ুন: ‘দানিশের ভুল ছিল আমাদের সঙ্গে যোগাযোগ না করা’, ভারতের অবস্থান নিয়েও কড়া বার্তা তালিবানের