Manipur Violence: মণিপুরে শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রী বীরেন সিংকে বিশেষ বার্তা শাহের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 25, 2023 | 10:12 PM

Manipur Violence: স্বরাষ্ট্রমন্ত্রীর তলবে সাড়া দিয়ে এদিন সকালেই ইম্ফল থেকে নয়া দিল্লি পৌঁছন মণিপুরের মুখ্যমন্ত্রী এন.বীরেন সিং। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির বাসভবনেই তাঁর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।

Manipur Violence: মণিপুরে শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রী বীরেন সিংকে বিশেষ বার্তা শাহের
দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন.বীরেন সিং।

Follow Us

নয়া দিল্লি: প্রায় আড়াই মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর (Manipur)। পরিস্থিতি সামাল দিতে শনিবার সর্বদলীয় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার সরাসরি মণিপুরের মুখ্যমন্ত্রী এন.বীরেন সিং (N. Biren Singh) কে দিল্লিতে তলব করে তাঁর সঙ্গে গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কীভাবে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মণিপুরের হিংসা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র ও রাজ্য যে কোনও পদক্ষেপ করতে তৎপর।”

জানা গিয়েছে, টানা আড়াই মাস ধরে মণিপুরের হিংসা চলতে থাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন.বীরেন সিংয়ের দিকেই ব্যর্থতার অভিযোগ তোলেন বিরোধীরা। তাঁরা শনিবার সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফারও দাবি জানান। বিরোধীদের সেই দাবির পরদিনই এন.বীরেন সিংকে দিল্লিতে তলব করে তাঁর সঙ্গে একান্তে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

স্বরাষ্ট্রমন্ত্রীর তলবে সাড়া দিয়ে এদিন সকালেই ইম্ফল থেকে নয়া দিল্লি পৌঁছন মণিপুরের মুখ্যমন্ত্রী এন.বীরেন সিং। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির বাসভবনেই তাঁর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ বৈঠকের পর মুখ্যমন্ত্রী এন.বীরেন সিং জানান, মণিপুরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার সবরকম সাহায্য করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে আশ্বাস দিয়েছেন। ‘অমিত শাহজির বিশেষ তত্ত্বাবধানে এবং কেন্দ্র ও রাজ্যের যৌথ তৎপরতায় গত কয়েক সপ্তাহে মণিপুরের হিংসা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে’ বলেও টুইট করেছেন এন.বীরেন সিং। যদিও এদিনই মণিপুরের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, মে মাসের গোড়া থেকেই মেইতি ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে জ্বলছে মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ফের উত্তেজনা বাড়তে শুরু করেছে। তাই পরিস্থিতি সামাল দিতে শনিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে মণিপুরের শান্তি ফেরাতে সব রাজনৈতিক দলের পরামর্শ চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, মণিপুরে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্র সবরকম পদক্ষেপ করছে।

Next Article