ইম্ফল: মণিপুর বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার ওই রাজ্যে গিয়ে লোকসভা ভোটের দামামা বাজিয়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মণিপুরের রাজধানী ইম্ফলে গিয়ে বনধ ও সন্ত্রাস-মুক্ত রাজ্য করার প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া ভার্চুয়ালি ৩০০ কোটি টাকার ১২টি প্রকল্পের উদ্বোধন করে রাজ্যে ঢালাও উন্নয়ন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
এদিন বিষ্ণুপুর জেলার মইরাঙে একটি জনসভা করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। সেই জনসভার পর তিনি ভার্চুয়ালি ৩০০ কোটি টাকার ১২টি প্রকল্পের উদ্বোধন করেন এবং ১০০৭ কোটি টাকার ৯টি প্রকল্পের শিলান্যাস করেন। এরপর বনধ ও সন্ত্রাস-মুক্ত রাজ্য করার প্রতিশ্রুতি দিয়ে অমিত শাহ বলেন, “বিজেপি সরকার রাজ্যের ৬টি জেলাকে আফস্পা-মুক্ত করেছে। কংগ্রেসের আমলে মণিপুরের অবস্থা ছিল ভয়াবহ। এখন ছোট রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ভাল প্রশাসন চলছে এখানে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মণিপুর সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে ঢালাও উন্নয়ন হয়েছে বলেও দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মইরাঙে জনসভা থেকে তিনি জানান, গত ৮ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫১ বার উত্তর-পূর্বাঞ্চলে এসেছেন এবং তাঁর সরকার এই অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৩.৪৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এছাড়া এন. বীরেন সিংয়ের নেতৃত্বে ইতিমধ্যে রাজ্যজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং আগামী নির্বাচনের আগে বিজেপি মণিপুরকে মাদক-মুক্ত রাজ্য করবে বলেও দাবি জানান অমিত শাহ।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংগাইথেলে মণিপুর অলিম্পিয়ান পার্ক, জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (JNIMS), মোরেহ টাউন জল পরিবহণ প্রকল্প, কাংলা ফোর্টের পূর্বে নোংপোক থোং ব্রিজ এবং কাংখুই গুহায় গুহা ট্যুরিজম প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া মায়ানমার সীমান্ত সহ ৩৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ৪০টি পুলিশ আউটপোস্টের শিলান্যাস করেন শাহ। বৃহস্পতিবার তিনি মইরাঙে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির হেড কোয়ার্টারে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং চূড়াচন্দ্রপুরে মেডিক্যাল কলেজের উদ্বোধন করেছে। এছাড়া ইম্ফল পূর্ব জেলায় ১২০ ফুট উঁচু পোলো খেলোয়াড়ের একটি মূর্তিরও উন্মোচন করেছেন অমিত শাহ।
প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলার পরই ফের মেঘালয় সফরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ের বিধানসভা ভোটের পাশাপাশি লোকসভা ভোটের আগে উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের মন জয় করতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। এর মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের মন জিততে মণিপুরে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে এলেন বিজেপির তথাকথিত সেকেন্ড-ইন-কম্যান্ড।