Amit Shah: ‘বিপর্যয়’-বিধ্বস্ত গুজরাট পরিদর্শন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, দুর্গতদের সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস শাহের

মৌসম ভবন সূত্রে খবর, গভীর নিম্নচাপটি দুর্বল হয়েছে এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও দুর্বল হবে। ফলে রবিবার থেকে কচ্ছ ও সৌরাষ্ট্র উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত কমতে পারে।

Amit Shah: 'বিপর্যয়'-বিধ্বস্ত গুজরাট পরিদর্শন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, দুর্গতদের সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস শাহের
ঘূর্ণিঝড় বিধ্বস্ত কচ্ছ ও সৌরাষ্ট্র পরিদর্শনে গিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 8:19 PM

ভুজ: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Biparjiy) আছড়ে পড়ার পর প্রায় দু-দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও গুজরাটের (Gujarat)  পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শনিবারও উদ্ধারকাজ চালাচ্ছেন সেনা-সহ রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্গত মানুষদের অবস্থা ও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন গুজরাটে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিপর্যয়-বিধ্বস্ত মানুষদের সঙ্গে দেখা করে তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। তারপর দুর্যোগ-বিধ্বস্ত এলাকাগুলি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (CM Bhupendra Patel) সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন অমিত শাহ।

এদিন সকালেই ‘বিপর্যয়’-বিধ্বস্ত গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্রের বিভিন্ন এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাখাউ বন্দরও ঘুরে দেখেন তিনি। দুর্যোগ-বিধ্বস্ত মান্ডভি জেলার খাতদা গ্রামে গিয়ে দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ প্রশাসনিক আধিকারিকেরাও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুর্যোগ-বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন। দুর্গতদের সঙ্গে কথা বলে তাঁরা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন কি না সে ব্যাপারে খোঁজ-খবর নেন শাহ। তারপর গুজরাটের ভুজে কালেক্টরেট অফিসে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন শাহ। বিপর্যয়-এর প্রভাবে কচ্ছ ও সৌরাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় কতটা ক্ষতি হয়েছে, সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি কীভাবে দ্রুত এলাকার পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সে ব্যাপারেও আলোচনা করেন অমিত শাহ।

এদিকে, ‘বিপর্যয়’-এর দাপট কমলেও বৃষ্টি অব্যাহত। মৌসম ভবন সূত্রে খবর, গভীর নিম্নচাপটি দুর্বল হয়েছে এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও দুর্বল হবে। ফলে রবিবার থেকে কচ্ছ ও সৌরাষ্ট্র উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত কমতে পারে। গুজরাটে বৃষ্টিপাত কমলেও রাজস্থানের বার্মার, জালোর ও সিরোহি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন যোধপুর থেকে বিভিন্ন এলাকার ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে।