Sikkim Flash Flood: বিপর্যস্ত উত্তর সিকিমে আটকে ২ হাজারের বেশি পর্যটক, উদ্ধারকাজ শুরু BRO-র
Sikkim Tourists: লাচেন, লাচুং এলাকায় ১,৯৭৫ দেশি পর্যটক এবং ৩৬ বিদেশি পর্যটক আটকে রয়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি, ২৩ জন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ জন এবং সিঙ্গাপুরের ৩ নাগরিক রয়েছেন।
গ্যাংটক: প্রবল বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত উত্তর সিকিম (North Sikkim)। শনিবারও রাস্তার উপর দিয়ে বইছে নদী। কার্যত বিচ্ছিন্ন লাচেন (Lachen), লাচুং (Lachung)। ফলে চরম বিপাকে পড়েছেন পর্যটকরা। লাচেন, লাচুং সহ উত্তর সিকিমের (North Sikkim) বিভিন্ন এলাকায় ২ হাজারেরও বেশি পর্যটক আটকে রয়েছেন। যার মধ্যে দেশি পর্যটকের সংখ্যা ১,৯৭৫ ও বিদেশি পর্যটক রয়েছন ৩৬ জন। এছাড়া মাঝপথে আটকে রয়েছে পর্যটকদের বহু গাড়ি ও মোটরবাইক। ইতিমধ্যে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করার কাজ শুরু করেছেন বর্ডার রোড অর্গানাইজেশন (BRO)-এর সদস্যরা।
BRO-এর এক আধিকারিক জানান, ছুংথাংয়ের কাছে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেসে গিয়েছে। ফলে আটকে পড়েছেন ২ হাজারের বেশি পর্যটক। ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়েও নদীর জল বইছে। BRO-এর একটি দল শুক্রবার সারারাত ধরে মাঝরাস্তায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ করেন। বিধ্বস্ত রাস্তা থেকে এখনও পর্যন্ত ৩০০ পর্যটককে নিরাপদে সরানো হয়েছে। শিশু, মহিলাদের কার্যত কাঁধে তুলে বাঁশের সরু সাঁকো দিয়ে নদী পার করাচ্ছেন BRO-এর সদস্যরা। যাঁরা মাঝরাস্তায় আটকে পড়েছেন, তাঁদের গরম খাবার দেওয়া হচ্ছে বলে BRO-এর আধিকারিক জানিয়েছেন।
প্রশাসন সূত্রে খবর, উত্তর সিকিমে জেলা সদর দফতর রয়েছে মানগানে। সেখান থেকে ছুংতাং পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে যানজটেরও সৃষ্টি হয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় মোট ৩৪৫টি গাড়ি এবং ১১টি মোটরবাইক আটকে রয়েছে। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে লাচেন, লাচুং এলাকায় ১,৯৭৫ দেশি পর্যটক এবং ৩৬ বিদেশি পর্যটক আটকে রয়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি, ২৩ জন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ জন এবং সিঙ্গাপুরের ৩ নাগরিক রয়েছেন। তাঁদের খাবার, জল দিয়ে সবরকমভাবে সহায়তা করা হচ্ছে, প্রাথমিক চিকিৎসারও বন্দোবস্ত রাখা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং শনিবার দুপুর পর্যন্ত তার বিরাম নেই। বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হবে বলে BRO-র তরফে জানানো হয়েছে।