Amit Shah: অমরনাথ যাত্রার নিরাপত্তা খতিয়ে দেখতে কাশ্মীরে শাহ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 23, 2023 | 8:01 PM

Amarnath Yatra: শনিবার অমিত শাহ সশরীরে বালতালে গিয়ে অমরনাথ যাত্রাপথের (Amarnath Yatra) নিরাপত্তা খতিয়ে দেখবেন। অমরনাথ গুহায় পুজোও দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah: অমরনাথ যাত্রার নিরাপত্তা খতিয়ে দেখতে কাশ্মীরে শাহ
অমরনাথ যাত্রা নিরাপত্তা খতিয়ে দেখতে কাশ্মীরে অমিত শাহ।

Follow Us

শ্রীনগর: ২০২৪-এ নরেন্দ্র মোদীই সরকার গঠন করবেন এবং তিনি পুনরায় প্রধানমন্ত্রী হবেন। শুক্রবার পটনায় যখন বিজেপিকে পরাস্ত করতে মেগা বৈঠকে বসেছেন বিরোধীরা, তখন জম্মু থেকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জম্মুর (Jammu) ভগবতী নগরে এক জনসভায় যোগ দিয়েই এই বার্তা দেন তিনি। বিরোধীদের উদ্দেশ্যে এই বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি জম্মু-কাশ্মীরের একাধিক উন্নয়নমূলক পরিকাঠামোর শিলান্যাসও করেন শাহ। অন্যদিকে, অমরনাথ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার যে তৎপর, তাও স্পষ্ট করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল তিনি সশরীরে বালতালে গিয়ে অমরনাথ যাত্রাপথের (Amarnath Yatra) নিরাপত্তা খতিয়ে দেখবেন। অমরনাথ গুহায় পুজোও দেবেন।

জানা গিয়েছে, আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগে অমরনাথ যাত্রাপথের নিরাপত্তা খতিয়ে দেখা, সরকারি প্রকল্পের শিলান্যাস সহ একাধিক কর্মসূচি নিয়ে এদিন সকালেই দু-দিনের সফরে জম্মু পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, ২৩ জুন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। তাই ভূ-স্বর্গে পৌঁছেই প্রথমে জম্মুতে বিজেপির সদর দফতরে গিয়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অমিত শাহ। তারপর জম্মু শহরের ভগবতী নগরে একটি জনসভায় যোগ দেন তিনি। সেই সভা থেকেই বিরোধীদের আক্রমণ করেন অমিত শাহ। তারপর সেখান থেকেই একাধিক কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এরপর দুপুরে উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে জম্মুর তিরুপতি মন্দিরে পুজো দিতে যান শাহ।

অন্যদিকে, অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে এদিন সন্ধ্যায় শ্রীনগরে জম্মু-কাশ্মীরের প্রশাসনিক আধিকারিক, গোয়েন্দা ও সেনা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর নিজে বালতালে গিয়ে বালতাল থেকে অমরনাথ যাত্রাপথের নিরাপত্তা খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি সর্বসাধারণের জন্য গুহাদ্বার খোলার আগে আগামিকাল অমরনাথ গুহায় পুজো দেবেন শাহ।

প্রসঙ্গত, লক্ষাধিক পুণ্যার্থী অমরনাথ যাত্রা করেন। এবারে অমরনাথ যাত্রাপথে নাশকতা হামলা ঘটতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর। তাই নাশকতা ঠেকাতে তৎপর কেন্দ্রীয় সরকার। অমরনাথ যাত্রাপথে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে নয়া দিল্লিতে বেশ কয়েক দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এবার নিরাপত্তা খতিয়ে দেখতে কাশ্মীরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং।

Next Article