NDA ministers: মন্ত্রিসভায় শক্তি বাড়ল শরিকদের, কাকে ক’টা মন্ত্রক দিলেন মোদী?
NDA ministers: গত দুই মোদী মন্ত্রিসভার তুলনায় এবারের মন্ত্রিসভা অনেকটাই আলাদা। বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই সরকার চালাতে তাদের অনেকটাই নির্ভর করতে হবে এনডিএ শরিকদের উপর। কাজেই, মন্ত্রিসভাতেও যে এনডিএ-র শরিক দলগুলির শক্তি বাড়বে, তা বলাই বাহুল্য।
নয়া দিল্লি: রবিবার (৯ জুন), শপথ গ্রহণ করল নরেন্দ্র মোদর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তবে গত দুই মোদী মন্ত্রিসভার তুলনায় এবারের মন্ত্রিসভা অনেকটাই আলাদা। বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই সরকার চালাতে তাদের অনেকটাই নির্ভর করতে হবে এনডিএ শরিকদের উপর। কাজেই, মন্ত্রিসভাতেও যে এনডিএ-র শরিক দলগুলির শক্তি বাড়বে, তা বলাই বাহুল্য। এদিন সব মিলিয়ে নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ৭২ জন মন্ত্রী। এর মধ্যে বিজেপি ৬১ জন সাংসদের পাশাপাশি শরিক দলগুলির আরও ১১ জন সাংসদ মন্ত্রী হিসেবে শপথ নিলেন।
এদিন, এনডিএ-র ছোট শরিক দলগুলির মধ্যে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সবার প্রথমে শপথ নেন জনতা দল (ধর্মনিরপেক্ষ)-র নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এনডিএ-তে বিজেপির শরিকদের মধ্যে দ্বিতীয় নেতা হিসেবে শপথ নেন আরও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-র নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। জেডি(এস) যেখানে এবারের নির্বাচনে মাত্র দুটি আসন জিতেছে, সেখানে জিতন রাম মাঝি তাঁর দলের একমাত্র সাংসদ।
একটি-দুটি আসন জেতা শরিকরাও যেখানে এতটা গুরুত্ব পেয়েছে, সেখানে নীতিশ কুমারের জনতা দল(ইউনাইটেড) এবং চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির যে আলাদা গুরুত্ব থাকবে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। জেডি (ইউ) এবং টিডিপি যথাক্রমে ১২ ও ১৬টি আসন জিতে, এনডিএ-র দুই অন্যতম প্রধান শরিকে পরিণত হয়েছে। জেডি (ইউ) থেকে রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং এবং টিডিপি থেকে রামমোহন নাইডু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ৩৬ বছরের রামমোহন নাইডু দেশের ইতিহাসের সর্বকণিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী হয়ে রেকর্জ করেছেন। এছাড়া, বিজেপির শরিকদের মধ্যে আরও যারা যারা এদিন মন্ত্রিসভায় জায়গা পেলেন, তাঁরা হলেন এলজেপি (রাম বিলাস)-এর চিরাগ পাসওয়ান এবং রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চৌধুরী।
এবার দেখে নেওয়া যাক, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনডিএ-র কোন দল থেকে ক’জন মন্ত্রী হলেন –
বিজেপি – ৬১
তেলেগু দেশম পার্টি: ২
জনতা দল (ইউনাইটেড): ২
লোক জনশক্তি পার্টি: ১
জনতা দল (ধর্মনিরপেক্ষ): ১
শিবসেনা: ১
রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (অটওয়ালে): ১
রাষ্ট্রীয় লোকদল: ১
আপনা দল: ১
হিন্দুস্তানি আওয়াম মোর্চা: ১