হায়দরাবাদ: ২ জুলাই থেকে হায়দরাবাদে শুরু হতে চলেছে বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা। সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ অন্যান্য শীর্ষ নেতারা। এই প্রেক্ষিতে নজিরবিহীন নিরাপত্তায় ঘিরে ফেলা হচ্ছে তেলেঙ্গনার রাজধানীকে। যাতে একটি কাক-পক্ষীও নজর এড়িয়ে না ঢুকে পড়তে পারে, একেবারে সেই ব্যবস্থা করা হচ্ছে। দুই দিন ব্যাপী এই বৈঠক আয়োজিত হবে হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বা এইচআইসিসি-তে। সাইবারাবাদ পুলিশ ১ থেকে ৪ জুলাই পর্যন্ত এই কেন্দ্রটির আশেপাশে দূর-নিয়ন্ত্রিত ড্রোন, প্যারা-গ্লাইডার এবং দূর-নিয়ন্ত্রিত মাইক্রো-লাইট বিমানের উড়ান নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে ওই এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সাইবরাবাদের পুলিশ কমিশনার এম. স্টিফেন রবীন্দ্র বুধবার এই বিষয়ে দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইবারাবাদ পুলিশ কমিশনারেট আওতাধীন এইচআইসিসি থেকে ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ড্রোন, প্যারা-গ্লাইডার এবং মাইক্রো-লাইট এয়ারক্রাফ্ট ওড়ানো নিষিদদ্ধ করা হচ্ছে। ৩০ জুন সকাল ৬টা থেকে ৪ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অন্য বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ৫ কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে। অর্থাৎ, পাঁচজনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ। এই আদেশ যারা মানবে না, তাদের ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় শাস্তি পেতে হবে।
Telangana | Banners and flags put up in Hyderabad ahead of BJP’s national executive meeting on July 2-3 pic.twitter.com/y2Ok78iwS2
— ANI (@ANI) June 30, 2022
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্যারা-গ্লাইডার, রিমোট কন্ট্রোলড ড্রোন, রিমোট কন্ট্রোল মাইক্রো-লাইট এয়ারক্রাফ্ট ইত্যাদি ব্যবহার করে সন্ত্রাসবাদী বা সমাজবিরোধীরা হামলা চালাতে পারে। তাতে শান্তি-শৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে। বস্তুত ড্রোন হামলার বিষয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ভিআইপি নিরাপত্তা বিভাগ থেকে একটি সাধারণ সতর্কবার্তাও পাঠানো হয়েছে বলে জানিয়েছে সাইবারাবাদ পুলিশ।
ওই সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট এবং ফটোগ্রাফির ক্ষেত্রে এরিয়াল ভিউ পাওয়ার জন্য রিমোট কন্ট্রোলড ড্রোন ব্যবহার করার প্রবণতা বাড়ছে। এই প্রবণতাকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদী বা সমাজবরোধীরা হামলা চালাতে পারে। নিরপরাধ ড্রোনগুলির ভিড়ে তারা হামলাকারী ড্রোন মিশিয়ে দিতে পারে। এই কারণে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি ইউটি পুলিশকে, বিভিন্ন পুলিশ আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে রাজ্য সচিবালয় কমপ্লেক্স থেকে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির আশপাশে দুই কিলোমিটার ব্যাসার্ধ এলাকার উপরও ড্রোনের উড়ান নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
Overwhelmed by the warm welcome at #Hyderabad Airport.
I will be joining @BJP4India National executive committee meeting on 2nd and 3rd July. @BJP4Telangana #BJPNECInTelangana pic.twitter.com/lp4RHBm7rH
— Debasree Chaudhuri (@DebasreeBJP) June 29, 2022
এদিকে দুই দিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে, বৃহস্পতিবার থেকেই বিজেপির বিভিন্ন রাজ্যের নেতারা হায়দরাবাদে আসতে শুরু করে দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা, দেবশ্রী চৌধুরী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রমুখ টুইটারে ছবি দিয়ে জানিয়েছেন, হায়দরাবাদে দলীয় কর্মীরা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। দলীয় সূত্রে খবর, বড় শোভা যাত্রা করে অভ্যর্থনা জানানো হবে শীর্ষ নেতাদের।