PM Narendra Modi TV9 Interview: ‘২০২৪ সালে আমাকে মানুষের প্রত্যাশা পূরণ করতে’, টিভি-৯ এর বিশেষ সাক্ষাৎকারে বললেন মোদী

Narendra Modi TV9 Interview: এদিন প্রধানমন্ত্রীর বিশেষসাক্ষাৎকারে TV9 নেটওয়ার্কের ‘রাউন্ড টেবিলে’ উপস্থিত রয়েছেন TV9 ভারতবর্ষ-এর সিনিয়র এক্সিকিউটিভ এডিটর নিশান্ত চতুর্বেদী, TV9 মারাঠি-র ম্যানেজিং এডিটর উমেশ কুমাওয়াত, TV9 তেলেগু-র ম্যানেজিং এডিটর ভেল্লালাচেরুভু রজনীকান্ত, TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য, TV9-গুজরাটির চ্যানেল হেড কল্পক কেকরে এবং TV9 কন্নড়-এর চিফ প্রোডিউসর রঙ্গনাথ এস ভরদ্বাজ।

PM Narendra Modi TV9 Interview: ‘২০২৪ সালে আমাকে মানুষের প্রত্যাশা পূরণ করতে’, টিভি-৯ এর বিশেষ সাক্ষাৎকারে বললেন মোদী
বিশেষ সাক্ষাৎকারে মোদী Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Updated on: May 02, 2024 | 10:05 PM

কলকাতা: লোকসভা ভোটে আবহে ফুটছে গোটা দেশ। এরইমধ্যে দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক টিভি-৯ বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করলেন দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা। একইসঙ্গে সংবিধান থেকে রাম মন্দির নানা ইস্যুতে বললেন কথা। ভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেন। একইসঙ্গে মানুষের যে তাঁর উপর পাহাড় প্রমাণ প্রত্যাশা রয়েছে সে কথাও এদিন টিভি-৯ নেটওয়ার্কের ৫ এডিটরের সঙ্গে অকটপটে বললেন মোদী। বললেন, ২০১৪ সালে মানুষের মনে নানা প্রশ্ন থাকলেও আশা ছিল, ২০১৯ সালের নির্বাচনে সেই আশা বিশ্বাসে রূপান্তরিত হয়েছে। 

পুরনো নির্বাচনের স্মৃতিচারণা করতে গিয়ে খানিক আত্মবিশ্বাসের সুরে মোদীকে বলতে শোনা যায়, “নির্বাচন আমার কাছে নতুন নয়। ২০১৪ সালে যখন আমরা নির্বাচনে লড়েছিলাম তথন মানুষের মনে অনেক প্রশ্ন ছিল। কিন্তু, মানুষের মধ্যে একটা আশা ছিল যে মোদী কিছু করবেন। ২০২৪ সালে তা গ্যারান্টিতে পরিণত হয়েছে।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “২০১৪ সালে সেবার সুযোগ ছিল। ২০১৯ সালে আমি রিপোর্ট কার্ড নিয়েছিলাম। ২০২৪ সালে আমাকে সেই প্রত্যাশা পূরণ করতে হবে। এটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।”  

এদিন প্রধানমন্ত্রীর বিশেষসাক্ষাৎকারে TV9 নেটওয়ার্কের ‘রাউন্ড টেবিলে’ উপস্থিত রয়েছেন TV9 ভারতবর্ষ-এর সিনিয়র এক্সিকিউটিভ এডিটর নিশান্ত চতুর্বেদী, TV9 মারাঠি-র ম্যানেজিং এডিটর উমেশ কুমাওয়াত, TV9 তেলেগু-র ম্যানেজিং এডিটর ভেল্লালাচেরুভু রজনীকান্ত, TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য, TV9-গুজরাটির চ্যানেল হেড কল্পক কেকরে এবং TV9 কন্নড়-এর চিফ প্রোডিউসর রঙ্গনাথ এস ভরদ্বাজ।