তিরুবনন্তপুরম: ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্ক, চলে যেতে পারেন কোমাতেও! কেরলে নিপা ভাইরাস (Nipah Virus) ঘিরে ক্রমশ বাড়ছে আতঙ্ক। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬-এ। এরমধ্য়ে মৃত্য়ু হয়েছে ২ জন রোগীর, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্য়া ৪। জানা গিয়েছে, নিপা ভাইরাসের এই স্ট্রেইন বাংলাদেশি ভ্য়ারিয়েন্ট (Bangladeshi Variant)। এই ভ্যারিয়েন্টে সংক্রমণের হার কম হলেও, মৃত্যুহার অনেক বেশি। ফলে নিপা ভাইরাসকে ঘিরে উদ্বেগ-দুশ্চিন্তা বেড়ে চলেছে। এরইমধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্য়াল রিসার্চ বা আইসিএমআর(ICMR)-র তরফে জানানো হল, নিপা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরির কাজ চলছে। পাশাপাশি অস্ট্রেলিয়া থেকেও মনোক্লোনাল অ্যান্টিবডি আনানো হচ্ছে।
কেরলে নতুন করে একবার নিপা ভাইরাস ছড়িয়ে পড়তেই চরম সতর্কতা অবলম্বন করেছে কেরল সরকার। ইতিমধ্য়েই আক্রান্তদের কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মোট ১০৮০ জনকে চিহ্নিত করা হয়েছে, যারা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। এদের মধ্যে ৭৭ জন হাই-রিস্ক ক্যাটেগরিতে রয়েছেন।
শুক্রবারই আইসিএমআরের তরফে জানানো হয়, নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য মনোক্লোনাল অ্যান্টিবডি আনানো হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে ২০ ফাইল মনোক্লোনাল অ্যান্টিবডি আনা হচ্ছে। আইসিএমআরের ডিজি রাজীব বহেল বলেন, “সংক্রমণের প্রাথমিক স্তরেই এই অ্যান্টিবডি দেওয়া প্রয়োজন। এখনও অবধি ভারতে কাউকে নিপার চিকিৎসায় মনোক্লোনাল অ্যান্টিবডি দেওয়া হয়নি।”
প্রসঙ্গত, নিপা ভাইরাসের এখনও কোনও স্বীকৃত চিকিৎসা নেই। সাধারণ জ্বরের চিকিৎসাই করা হয়। সংক্রমণ গুরুতর আকার ধারণ করলে, সে ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হতে পারে।
করোনার থেকেও নিপা ভাইরাস অনেক বেশি ভয়ঙ্কর বলে জানান আইসিএমআরের ডিজি। তিনি বলেন, “যেখানে করোনায় মৃত্যুহার ছিল ২ থেকে ৩ শতাংশ, সেখানেই নিপা ভাইরাসে মৃত্য়ুহার অনেক বেশি, প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ”। তিনি জানান যে নিপা ভাইরাসের চিকিৎসার জন্য় ভ্য়াকসিন তৈরির চেষ্টা করা হচ্ছে।
অন্য়দিকে, শুক্রবারই কেরল হাইকোর্ট রাজ্য সরকারকে নিপা সংক্রান্ত সতর্কতা বা গাইডলাইন ইস্যু করতে নির্দেশ দেওয়া হয়। সবরীমালায় আগত পুণ্যার্থীদের জন্যও প্রয়োজনে সতর্কতা জারি করতে বলা হয়। নিপা সংক্রমণ থেকে বাঁচতে আপাতত ২৪ সেপ্টেম্বর অবধি কোঝিকোড়ের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিকেও নিপা ভাইরাসের চিকিৎসার জন্য মেডিক্য়াল বোর্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। দৈনিক দুইবার বৈঠক করবে এই মেডিক্য়াল বোর্ড, সেই বৈঠকের রিপোর্ট স্বাস্থ্য দফতরে পাঠানো হবে।