নয়া দিল্লি : আইসিএসই এবং আইএসসির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম টার্মের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশনস (CISCE)। সিআইএসসিই-র চিফ এগজ়িকিউটিভ জেরি অ্যারাথুন আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছেন। তবে বিজ্ঞপ্তিতে পরবর্তী পরীক্ষার দিনক্ষণ কিছু জানানো হয়নি।
সিআইএসসিইর জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২১-২০২২ শিক্ষাবর্ষের আইসিএসই এবং আইএসসির প্রথম টার্মের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিআইএসসিই।” তবে বোর্ডের তরফে পড়ুয়াদের আশ্বাস দেওয়া হয়েছে, যথাসময়ে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি সম্পর্কে পরীক্ষার্থীদের জানানো হবে।
CISCE board postpones first term exam for classes 10, 12: Chief Executive Gerry Arathoon
— Press Trust of India (@PTI_News) October 19, 2021
এর আগের নির্দেশিকায় বলা হয়েছিল, প্রথম টার্মে পরীক্ষা নিতে হবে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। ১৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা। পড়ুয়ারা তাঁদের অভিভাবকের ইচ্ছেমতো স্কুলে এসে বা বাড়ি থেকে পরীক্ষা দিতে পারবে। পড়ুয়ারা কোথায় বসে পরীক্ষা দেবে, সেই সংক্রান্ত তথ্য ১৮ অক্টোবরের মধ্যে স্কুলগুলিকে পাঠাতে হবে। এছাড়া প্রক্টর, বাফার প্রক্টর ও আইটি সাপোর্ট এক্সিকিউটিভের নাম স্কুলগুলিকে ১২ অক্টোবরের মধ্যে বোর্ডকে পাঠাতে হবে।
বলা হয়েছিল পরীক্ষার জন্য ১:২৫ অনুপাতে প্রক্টর রাখতে হবে স্কুলগুলিকে। অর্থাৎ, অনলাইন পরীক্ষায় প্রতি ২৫ জন পরীক্ষার্থী পিছু একজন করে শিক্ষক গার্ড দেবেন। পাশাপাশি সর্বোচ্চ তিন জন বাফার প্রক্টর থাকার কথা ছিল।
অনলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের ডিভাইসের ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। বলা হয়েছিল পড়ুয়াদের যাতে আপদমস্তক ক্যামেরায় দেখা যায়, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার প্রক্টরকে। পরীক্ষার্থী যেখানে বসে পরীক্ষা দিচ্ছে, সেখান থেকে অন্যত্র যাচ্ছে কি না অথবা ওই ঘরে অন্য কেউ আসা যাওয়া করছে কিনা, পরীক্ষার্থী কতবার তার সিট ছেড়ে উঠছে… সেই সবের উপর কড়া নজর রাখতে বলা হয়েছিল প্রক্টরদের।
শুধু তাই নয়, প্রক্টররা কীভাবে পরীক্ষায় গার্ড দিচ্ছেন, তার জন্যও থাকবে বিশেষ নজরদারি। অর্থাৎ, নজরদারির আওতায় শুধু পরীক্ষার্থীরাই নয়, যে শিক্ষক পরীক্ষায় গার্ড দিচ্ছেন, তিনি কতটা কড়াভাবে গার্ড দিচ্ছেন, সেই সবই নজরে রাখা হবে।
আইএসসিই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন এর আগে জানিয়েছিলেন, ‘‘বোর্ডের এই দুই পরীক্ষা (দশম ও দ্বাদশ শ্রেণি) সর্বভারতীয় স্তরে হয়। উদ্ভুত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বাড়ি বসে অনলাইন পরীক্ষার কথা বলা হয়েছিল। নভেম্বরে কোন রাজ্যে করোনা পরিস্থিতি কেমন থাকবে, তা এখনই বলা কঠিন। পুজোর পরে যদি স্কুল খোলে, সে ক্ষেত্রে অভিভাবকেরা চাইলে স্কুলে এসেও পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে।’’
আরও পড়ুন : CBSE: ২০২২ সালে দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একাধিক বদল, বড় ঘোষণা বোর্ডের