জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে অসমের কোকড়াঝড়ে বড়সড় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। রাত প্রায় ১টা নাগাদ সালাকাটি ও কোকরাঝাড় স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল ‘আপ আজারা সুগার’ একটি মালগাড়ি। সেই সময়ই ট্রেনের ম্যানেজার একটি তীব্র ঝাঁকুনি অনুভব করেন। দ্রুত তিনি ট্রেন থামানোর নির্দেশ দেন। পরবর্তীতে খবর দেওয়া হয় রেলপুলিশে। পরীক্ষা করে দেখা যায়, রেললাইনের একটি অংশ ও স্লিপারে বিস্ফোরণের কারণে গুরুতর ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বোমা বিস্ফোরণ হয়েছে রেল লাইনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। গোয়েন্দা সংস্থাগুলিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এ দিকে, রেল লাইনের যে স্থানে ক্ষতি হয়েছে সেখানে মেরামতির কাজ সম্পন্ন হয়েছে। রেল সূত্রে খবর, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আজ সকাল ৫টা ২৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে এই ঘটনার জেরে প্রায় ৮টি ট্রেন দেরীতে চলেছে। এলাকায় টহলদারি আরও জোরদার করা হয়েছে পুলিশের তরফে। অসমে রেললাইনে বিস্ফোরণ নতুন ঘটনা নয়। এর আগে একাধিকবার গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এমনকী যাত্রী বোঝাই চলন্ত ট্রেনেও আইইডি বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনায় কারও প্রাণ না গেলেও হতাহত হন অনেকে। তবে এবার রেললাইনে বিস্ফোরণের ঘটনা।

