Madras High Court : পাবলিকের জায়গা ঈশ্বর দখল করতে পারে না, রাস্তায় মন্দির তৈরি করা নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

Temple in Public Place: শুনানির সময় মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, "একটা সময় ছিল, যখন কিছু মানুষ একটি ধারণা তৈরি করেছিলেন যে তাঁরা একটি মন্দিরের নামে সর্বসাধারণের ব্যবহারের জায়গা দখল করতে পারেন বা সেই জায়গায় একটি মূর্তি স্থাপন করতে পারেন। ঈশ্বরের নামে জায়গা দখল এবং মন্দির নির্মাণ করে আদালতে ঠকানো যাবে না।

Madras High Court : পাবলিকের জায়গা ঈশ্বর দখল করতে পারে না, রাস্তায় মন্দির তৈরি করা নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের
মাদ্রাজ হাই কোর্ট (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2022 | 6:24 PM

চেন্নাই : ‘ভগবান’ও যদি সাধারণ মানুষের জায়গা দখল করে থাকেন, তাহলে তাঁকেও সরতে হবে। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের। এক মামলায় মাদ্রাজ হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, “যদি ঈশ্বর জনসাধারণের জায়গা দখল করে থাকেন, আদালত এই ধরনের দখল বন্ধ করার নির্দেশ দেবে”। কারণ, জনস্বার্থ এবং আইনের শাসন অবশ্যই সুরক্ষিত এবং সবার আগে রাখতে হবে। জনসাধারণের ব্যবহারের একটি রাস্তায় আরুলমিঘু পালাপাত্তারাই মরিয়ম্মান তিরুকোইল দ্বারা দখলের কঠোর সমালোচনা করেছে মাদ্রাজ হাইকোর্ট। সেই সঙ্গে আদালতের সংযোজন, ‘কে বা কার নামে’ এই দখল করা হয়েছে, তা নিয়ে একবারেই উদ্বিগ্ন নয় হাইকোর্ট৷

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে মন্দির কমিটির দায়ের করা দ্বিতীয় আবেদনের শুনানি করছিলেন। মরিয়ম্মান কোয়েল রাস্তার উপর মন্দির নির্মাণ করা বন্ধ রাখার ডিক্রির বিরুদ্ধে আবেদন জানানো হয়েছিল। আবেদনের শুনানির সময় হাইকোর্ট জানিয়েছে, “একটা সময় ছিল, যখন কিছু মানুষ একটি ধারণা তৈরি করেছিলেন যে তাঁরা একটি মন্দিরের নামে সর্বসাধারণের ব্যবহারের জায়গা দখল করতে পারেন বা সেই জায়গায় একটি মূর্তি স্থাপন করতে পারেন। ঈশ্বরের নামে জায়গা দখল এবং মন্দির নির্মাণ করে আদালতে ঠকানো যাবে না। আমাদের যথেষ্ট মন্দির রয়েছে এবং কোনও ভগবান মন্দিরের নামে জনসাধারণের জায়গা দখল করার কথা বা নতুন মন্দির নির্মাণের অনুরোধ করেননি।”

উল্লেখ্য, মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই ইস্যুতে স্থানীয় পুরসভার ভূমিকা নিয়েও সমালোচনা করে। পুরসভা এর আগে ওই মন্দিরকে অবিলম্বে রাস্তায় করা দখল বন্ধ করার জন্য একটি নোটিশ পাঠিয়েছিল। পরে মামলা দায়ের হলে পুরসভা জানায়, রাস্তাটি সরকারের পোড়ামবোকে জমি হওয়ায় এটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এ ক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্ট নিম্ন আদালতের সঙ্গে একমত হয়েছে এবং জানিয়েছে, এই ধরনের আবেদন মন্দিরের কাজকে ন্যায্যতা দিতে পারে না।

আরও পড়ুন : Yogi Takes Oath As CM: মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ যোগীর, মঞ্চে বসে প্রধানমন্ত্রীর মুখে ‘যুদ্ধ জয়ের’ স্মিত হাসি