মাদ্রাজ: ‘কারও সময় নেই, সবাই ব্যস্ত’, মৃত্যুর (IIT Madras student Suicide) আগে বন্ধুদের এ কথাই বারবার বলেছিলেন আইআইটি মাদ্রাজের ছাত্র। এদিন এ কথা জানালেন এক তদন্তকারী আধিকারিক। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে আইআইটি মাদ্রাজের হস্টেলের থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্র বি-টেক-এর দ্বিতীয় বর্ষে পড়তেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন ওই ছাত্র। বিগত বেশ কিছুদিন ধরে বন্ধুদের সঙ্গে মেলামেশাও অনেকটাই কমিয়ে দিয়েছিলেন। সিংহভাগ সময় কাটাতেন হস্টলের ঘরে। বাকি যে সময় তাঁকে বাইরে দেখা যেত সেখানেও তাঁকে বন্ধুদের সঙ্গে বিশেষ মেলামেশা করতে দেখা যায়নি।
তাঁর ঘর থেকে হাতে লেখা একটি নোটও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যাতে ওই ছাত্র তাঁর বন্ধদের উদ্দেশে শুধু ‘ধন্যবাদ লিখে’ গিয়েছে। যদিও ওই নোটের নীচে কারও নাম নেই। পুলিশের অনুমান অভিমানেই ওই নোটটি লিখে আত্মহত্যা করেছেন ওই ছাত্র। এদিকে এই নিয়ে গত তিন মাসে আইআইটি মাদ্রাজে ৪ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল। স্বভাবতই তা নিয়ে উদ্বেগের বাতাবরণ গোটা ক্যাম্পাস চত্বরে।
কয়েকদিন আগেই এক গবেষককে আত্মহত্যা করতে দেখা গিয়েছিল। তিনিও আইআইটি মাদ্রাজের ছাত্র ছিলেন বলে জানা যায়। তাঁর সুইসাইড নোটটিও ছিল খানিক একইরকম। মৃত্যুর আগে তিনি লিখে গিয়ছিলেন, ‘সরি, আমি হয়ত খুব একটা ভাল নই’। সে ঘটনাতেও পুলিশের অনুমান ছিল মানসিক অবসাদেই আত্মহত্যা করেছেন ওই গবেষক। এদিকে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সাম্প্রতিককালে একাধিক কর্মসূচি নিয়ে আইআইটি মাদ্রাজ। তারপরও লাগাতার ছাত্র মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগ। এদিকে গতকাল ওই ছাত্রের দেহ উদ্ধারের পর বিবৃতি দিতে দেখা গিয়েছিল আইআইটি মাদ্রাজকে। বিবৃতিতে বলা হয়, “২১ এপ্রিল, ২০২৩ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আমরায় গভীরভাবে উদ্বিগ্ন। আজ দুপুরে হস্টেলে তাঁর ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ইনস্টিটিউট একটা ভাল ছাত্র হারাল। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করছে। ছাত্রের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। ইনস্টিটিউটের তরফে ওই ছাত্রের বন্ধু ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।”