MCD Elections 2022: রাজধানীতে ঝাড়ুর ‘ডবল ইঞ্জিন’, আনন্দে মাতল আপ, হতাশার ছবি কং-বিজেপিতে

MCD Elections 2022: ১৩৪টি ওয়ার্ডে জিতে দিল্লি পুরনিগম দখল করল আপ। জয় নিশ্চিত হতেই আনন্দে মাতল আপ সমর্থকরা। অন্যদিকে অন্ধকার কংগ্রেস, বিজেপিতে। দেখুন ছবিতে ছবিতে।

| Edited By: | Updated on: Dec 08, 2022 | 4:16 PM
দিল্লি পুরনিগমের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করার পরই নয়াদিল্লিতে দলীয় সদর দফতরে উদযাপনে মাতলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এবং অন্যান্য আপ নেতারা।

দিল্লি পুরনিগমের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করার পরই নয়াদিল্লিতে দলীয় সদর দফতরে উদযাপনে মাতলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এবং অন্যান্য আপ নেতারা।

1 / 10
আপের জয় উদযাপনে অংশ নিয়েছে অরবিন্দ কেজরীবালের মতো সেজে আসা একটি শিশুও।

আপের জয় উদযাপনে অংশ নিয়েছে অরবিন্দ কেজরীবালের মতো সেজে আসা একটি শিশুও।

2 / 10
পুর-নির্বাচনে ১৩৪টি ওয়ার্ডে জিতে পুরনিগম দখল করেছে আপ। দলের জয় নিশ্চিত হতেই আপ সমর্থকদের নাচ।

পুর-নির্বাচনে ১৩৪টি ওয়ার্ডে জিতে পুরনিগম দখল করেছে আপ। দলের জয় নিশ্চিত হতেই আপ সমর্থকদের নাচ।

3 / 10
নয়াদিল্লিতে দলের সদর দফতরের সামনে উদযাপনের মেতেছেন আপ সমর্থকরা।

নয়াদিল্লিতে দলের সদর দফতরের সামনে উদযাপনের মেতেছেন আপ সমর্থকরা।

4 / 10
সুলতানপুরি-এ ওয়ার্ড থেকে জয়ী হওয়ার পর জয় উদাপনে মেতেছেন আপ নেতা তথা দিল্লি পুরনিগম নির্বাচনের একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী ববি (ডানদিকে)।

সুলতানপুরি-এ ওয়ার্ড থেকে জয়ী হওয়ার পর জয় উদাপনে মেতেছেন আপ নেতা তথা দিল্লি পুরনিগম নির্বাচনের একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী ববি (ডানদিকে)।

5 / 10
গোল মার্কেট এলাকায় এক গণনা কেন্দ্রের বাইরে ঝাঁটা হাতে আপ সমর্থকদের জয় উদযাপন।

গোল মার্কেট এলাকায় এক গণনা কেন্দ্রের বাইরে ঝাঁটা হাতে আপ সমর্থকদের জয় উদযাপন।

6 / 10
গণনা কেন্দ্রের বাইরে সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করছেন, ইন্দরপুরি ওয়ার্ড জয়ী আপ প্রার্থী জ্যোতি গৌতম।

গণনা কেন্দ্রের বাইরে সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করছেন, ইন্দরপুরি ওয়ার্ড জয়ী আপ প্রার্থী জ্যোতি গৌতম।

7 / 10
প্যাটেল নগরে গণনা কেন্দ্রের বাইরে রঞ্জিত নগর ওয়ার্ড থেকে জয়ী আপ প্রার্থী অঙ্কুশ জয় উদযাপন করছেন।

প্যাটেল নগরে গণনা কেন্দ্রের বাইরে রঞ্জিত নগর ওয়ার্ড থেকে জয়ী আপ প্রার্থী অঙ্কুশ জয় উদযাপন করছেন।

8 / 10
গণনার দিন প্রথম থেকেই কার্যত নির্জন ছিল নয়া দিল্লির কংগ্রেস কার্যালয়। নির্বাচনে মাত্র ৯টি ওয়ার্ডে জয় পেয়েছে তারা।

গণনার দিন প্রথম থেকেই কার্যত নির্জন ছিল নয়া দিল্লির কংগ্রেস কার্যালয়। নির্বাচনে মাত্র ৯টি ওয়ার্ডে জয় পেয়েছে তারা।

9 / 10
কংগ্রেস দলের মতো অবস্থা না হলেও, গণনার দিন হতাশার ছবি স্পষ্ট দিল্লি বিজেপির কার্যালয়েও। কার্যালয়ের বাইরে ঝাড়ু দিতে দেখা যাচ্ছে এক কর্মীকে। নির্বাচনে বিজেপি জিতেছে ১০৪টি ওয়ার্ডে।

কংগ্রেস দলের মতো অবস্থা না হলেও, গণনার দিন হতাশার ছবি স্পষ্ট দিল্লি বিজেপির কার্যালয়েও। কার্যালয়ের বাইরে ঝাড়ু দিতে দেখা যাচ্ছে এক কর্মীকে। নির্বাচনে বিজেপি জিতেছে ১০৪টি ওয়ার্ডে।

10 / 10
Follow Us: